• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে রুখে দিলো কোরিয়া

প্রকাশিত: ২১:১২, ২৪ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে রুখে দিলো কোরিয়া

কাতার বিশ্বকাপের শুরুতেই চমক দিয়েছে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ও লাতিন ফুটবলের অন্যতম পরাশক্তি উরুগুয়েকে রুখে দিয়েছে সং হিউংমিনরা। গ্রুপ ‘এইচ’ এর প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে সুয়ারেজ-সনরা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিশ্বকাপে দিনের দ্বিতীয় খেলায় দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল উরুগুয়ে-কোরিয়া। দুদলেরই এটা প্রথম ম্যাচ। আক্রমণের পর আক্রমণ করেও একে-অপরের জালে বল পাঠাতে পারেননি দুই দলের তারকা ফুটবলাররা।

আক্রমণের পর আক্রমণ হলেও মেলেনি গোলের দেখা

এবারের আগে দুইবার সাক্ষাত হওয়া ম্যাচে দুটিতেই জয় পায় ১৯৩০ ও ১৯৫০ সালের শিরোপাধারীরা। তবে এবার আর জয় নিয়ে মাঠ ছাড়া হলো না সুয়ারেজদের। 

ম্যাচের স্কোরকার্ড

র‌্যাংকিংয়ে ১৪তম স্থানে থাকা উরুগুয়ের সামনে ২৮ নম্বর দল কোরিয়ার দাঁতে দাঁত চেপে এবং চোখে চোখ রেখে লড়াই করার মানসিকতায় মুগ্ধ হয়েছেন ফুটবল ভক্তরা।

বিভি/এজেড

মন্তব্য করুন: