• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

লালকার্ড দেখলো কাতার, বিশ্বকাপে ওয়েলসের লজ্জা

প্রকাশিত: ১৮:০৪, ২৫ নভেম্বর ২০২২

আপডেট: ১৮:২০, ২৫ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
লালকার্ড দেখলো কাতার, বিশ্বকাপে ওয়েলসের লজ্জা

গত ২০ নভেম্বর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মাঠে গড়ায় কাতার বিশ্বকাপ। ৩২ দলের এই বিশ্বআসরে আজকের আগে (২৫ নভেম্বর) ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু গুরুতর অপরাধ না করায় কেউই লালকার্ডের আওতায় আসেননি। তবে আর সম্ভম হলো না। ১৭তম ম্যাচে এসে লালকার্ড দেখলো কাতার।

শুক্রবার (২৫ নভেম্বর) গ্রুপ ‘বি’র ম্যাচে ইরানের বিরুদ্ধে লালকার্ড পেয়ে মাঠ ছাড়েন ওয়েলসের গোলরক্ষক ওয়েইন হ্যাননেসসি। ম্যাচের ৮৬ মিনিটে বক্সের বাইরে এসে তারেমিকে অ্যাটাক করতে গিয়ে মুখে ওপর পা দিয়ে বসেন। পরে ভারচুয়াল এসিস্টেন্স রেফারির সাহায্যে লালকার্ড দেন রেফারি।

এর মাধ্যমে লজ্জার রেকর্ড গড়েন হ্যাননেসসি। ৯২ বছরের ইতিহাসে মাত্র তৃতীয় গোলরক্ষক হিসেবে লালকার্ড পেলেন ওয়েলসের গোলবারের প্রহরী। এর আগে ১৯৯৪ বিশ্বকাপে নরওয়ের বিরুদ্ধে লালকার্ড পেয়েছিলেন জিয়ানলুকা প্যাগলুইকা। আর ২০১০ বিশ্বকাপে উরুগুয়ের বিরুদ্ধে লালকার্ড পেয়ে মাঠ ছাড়েন ইতুমেলেং খুনে।

গোলরক্ষকের এই লজ্জার দিনে ০-২ গোলে হেরে লজ্জায় মাথা নিচু করে মাঠ ছাড়ে গ্যারেথ ব্যালের ওয়েলস। বিশ্বকাপে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গোলশূন্য ড্র করার পর আজ হারলো ওয়েলস। অন্যদিকে প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-২ গোলে উড়ে যাওয়ার পর আজ জিতে মাঠ ছেড়েছে ইরানীরা।

বিভি/এজেড

মন্তব্য করুন: