• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

নেইমারের পর ব্রাজিলের আরও দু’জন ইনজুরিতে, দুশ্চিন্তা শিবিরে

প্রকাশিত: ০০:১৫, ২৮ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
নেইমারের পর ব্রাজিলের আরও দু’জন ইনজুরিতে, দুশ্চিন্তা শিবিরে

জেসুস ও নেইমারের সঙ্গে পাকুয়েতা (মাঝে)

জয় দিয়ে কাতার বিশ্বকাপের মিশন শুরু করেছে ব্রাজিল। কিন্তু তাতেও আনন্দ নেই সেলেকাও শিবিরে। কেননা সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে পায়ে চোট পান নেইমার। যাতে ছিটকে গেছেন দল থেকে। এরপর আবার দুঃসংবাদ এসেছে দানিলোকে ঘিরে। এখানেই শেষ নয়,  এবার চোটে পড়েছেন আরেক ফুটবলারও।

জি গ্রুপের ম্যাচে সোমবার (২৭ নভেম্বর) রাত ১০টায় সুইজারল্যান্ডের বিপক্ষে মিডফিল্ডার লুকাস পাকুয়েতাকে ছাড়াই নামতে হতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। থাকবেন না নেইমার ও দানিলোও।

সার্বিয়াকে ২-০ গোলে হারানোর ম্যাচে চোটে পড়েন নেইমার এবং নির্ভরযোগ্য রাইট ব্যাক দানিলো। দুজনের চোট পায়ের গোড়ালিতে। রয়টার্স বলছে, অনুশীলনে নেইমার, দানিলোর সঙ্গে পাকুয়েতা ছিলেন না। তাই ধারণা করা হচ্ছে চোট পেয়ে থাকতে পারেন এই মিডফিল্ডার। 

যদি তাই হয় তাহলে সার্বিয়ার বিপক্ষে পাকেতার জায়গায় খেলতে পারেন রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড রদ্রিগো। এদিকে নেইমারের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে বার্সেলোনার উইঙ্গার রাফিনিয়া। আর দানিলোর জায়গায় খেলতে পারেন আরেক রিয়াল মাদ্রিদ ফুটবলার এইডার মিলিতা।  তিতের পরিকল্পনায় থাকতে পারেন অভিজ্ঞ দানি আলভেজও।

বিভি/এজেড

মন্তব্য করুন: