• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

নেইমারদের সঙ্গে ব্রাজিল বসের নাচ, ভিডিও ভাইরাল 

প্রকাশিত: ২০:২৫, ৬ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
নেইমারদের সঙ্গে ব্রাজিল বসের নাচ, ভিডিও ভাইরাল 

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে দেখা গেছে চিরচেনা ব্রাজিলকে। কোরিয়ার বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই গোল উৎসব শুরু করে নেইমাররা। তবে শেষার্ধে কোনো গোল না পাওয়ায় উৎসেব ভাটা পড়ে। কিন্তু নেটিজেনদের মধ্যে বেশ আলোচিত হয়েছে গোলের পর ব্রাজিল কারকাদের নাচ।

একেকটি গোল, মাঠের কোনায় গিয়ে গোল হয়ে ব্রাজিলিয়ান ফুটবলারদের নাচ—ভিনিসিয়ুস জুনিয়র, নেইমার, রিচার্লিসন ও পাকুয়েতাদের  এই গোল উদ্‌যাপন বেশ নজর কেড়েছে ফুটবলপ্রেমীদের। 

রিচার্লিসন তো আরও এক ধাপ এগিয়ে ছিলেন। দলের তৃতীয় গোলটি করেছিলেন ব্রাজিলের এই স্ট্রাইকার। রোনাল্ডো নাজারিওকে মনে করিয়ে দেওয়া অসাধারণ সেই গোলের পর নেইমার-ভিনিসিয়ুসদের সঙ্গে নাচের পালা শেষ করে ডাগআউটে চলে যান রিচার্লিসন। সেখানে আবার তিনি নেচেছিলেন কোচ তিতের সঙ্গে। 

ম্যাচে শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন ফুটবলারদের কাছে ‘ড্যাডি’ খ্যাতি তিতে। সেখানে নেইমার-রিচার্লিসনদের নাচের কারণ জানতে চাওয়া হয়েছিল। ৬১ বছরের তিতে একটু লজ্জা পেয়ে বললেন, ‘আসলে ওরা তরুণ। আমি সবসময় ওদের ভাষার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। ওদের আলাদা একটি ভাষা আছে। সেই ভাষা হচ্ছে নাচ।’

এরপর তিনি ফের বলেন, ‘আমি রিচার্লিসনকে জিজ্ঞাসা করেছিলাম, এটা কী নাচ? তুমি যদি নাচ, তাহলে আমিও নাচব। অনেকেই রয়েছেন যারা বলবেন এটা অসম্মানজনক। ক্যামেরা সর্বত্র রয়েছে। এটা ভুল বার্তা বহন করুক, সেটা আমি চাই না।’

পরে  রাফিনহা জানিয়েছেন এর পরেও গোল করে তারা নাচবেন। তিনি বলেছেন, ‘গোল করে আনন্দ প্রকাশ করার জন্যই আমরা নাচি। কাউকে অসম্মান করার জন্য আমরা নাচছি না। প্রতিপক্ষের সামনে গিয়ে তো আর আমরা নাচতে যাচ্ছি না। আমরা সবাই এক হয়ে গোল উদযাপন করি। এটা আমাদের মুহূর্ত। গোটা ব্রাজিল উদযাপন করছে। কেউ যদি পছন্দ না করে তাহলে আমাদের কিছু করার নেই। পরের ম্যাচগুলোয় গোল করে একই রকম ভাবে নাচব।’

 

কোয়ার্টার ফাইনালে নেইমারদের প্রতিপক্ষ লুকা মদ্রিচের (ক্রোয়েশিয়া। ৯ ডিসেম্বর রাত ৯টায় মুখোমুখি হবে দুই দল। কাতারে কার্নিভাল ব্রাজিল কোন পর্যায়ে নিয়ে যান সেটা দেখার অপেক্ষায় রয়েছে ফুটবল দুনিয়া। 

বিভি/এজেড

মন্তব্য করুন: