• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

শেষ ষোলোয় পিএসজি

প্রকাশিত: ১৬:৪৫, ২৪ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৭:০৬, ২৪ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
শেষ ষোলোয় পিএসজি

ফাইল ছবি

ষষ্ঠ সারির ক্লাব পি দে কাসেলকে গোল বন্যায় ভাসিয়ে ফরাসি কাপ ‘কুপ দে ফ্রান্সের’ শেষ ষোলোয় উঠেছে পিএসজি। লিওনেল মেসির অনুপস্থিতিতে কিলিয়ান এমবাপে একাই করেন পাঁচ গোল। সঙ্গে নেইমার ও কার্লোস সলের লক্ষ্যভেদে ৭-০’তে জয় পায় রেকর্ড ১৪বারের চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন: 

 

কাসেলের মাঠে ম্যাচ শুরু হতেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে পিএসজি। তবে প্রথম গোল আসে ২৯ মিনিটে এমবাপের পা থেকে। বাঁ-দিক থেকে নুনো মেন্দেসের পাস পেয়ে লক্ষ্যভেদ করেন কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। ৩৩ মিনিটে এমবাপের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে নেইমার ব্যবধান বাড়ান। 

পরের মিনিটে দানিলো পেরেইরার থ্রু বল ধরে এমবাপে স্কোরলাইন ৩-০ করেন। ৪০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ হয় ফরাসি ফরোয়ার্ডের। এবার পর্তুগিজ মিডফিল্ডার তিতিনিয়ার থ্রু পাস ডি-বক্সে পেয়ে কোনাকুনি শটে বল জালে পাঠান এমবাপে। প্রথমার্ধে ৪-০ লিড নেয় পিএসজি। দ্বিতীয়ার্ধেও একচেটিয়া চাপ ধরে রাখে ক্রিস্তফ গালতিয়ের দল। ৫৬ মিনিটে নেইমারের পাস থেকে এমবাপে ম্যাচে তার চতুর্থ গোল তুলে নেন। এরপর ৬৪ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার সলের ব্যবধান ৬-০ করলে ৭৯ মিনিটে এমবাপের পঞ্চম গোলে থামে পিএসজির গোল উৎসব।

আরও পড়ুন: 

বিভি/রিসি

মন্তব্য করুন: