• NEWS PORTAL

মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

শান্ত ঝড়ে উড়ে গেলো ফরচুন বরিশাল

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৭:৫৯, ২৪ জানুয়ারি ২০২৩

আপডেট: ২২:১৬, ২৪ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
শান্ত ঝড়ে উড়ে গেলো ফরচুন বরিশাল

নাজমুল হোসেন শান্ত

সিলেট স্ট্রাইকার্সের ব্যাটাররা ফরচুন বরিশালের বোলার মোহাম্মদ ওয়াসিমের গতিতে মাত্র ১৫ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল। এরপর থেকে শুরু সিলেটের ঘুরে দাঁড়ানোর গল্প। টম মুরসকে সঙ্গে নিয়ে নাজমুল হোসেন শান্তর ইনিংস মেরামত শুরু, শেষে ঝড় তুলে ফরচুন বরিশালকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৭৩ রান করে সিলেট। ৬৬ বলে সর্বোচ্চ ৮৯ রান করেন শান্ত।  ১১টি চার ও ১টি ছয়ে শান্তর ইনিংসটি সাজানো ছিলো। ফিফটি করেছেন ৪৮ বলে। এরপর ১৮ বলে নেন বাকি ৩৯ রান। 

চতুর্থ উইকেটে শান্ত-মুরসের ৮১ রানের জুটিতে মূলত ঘুরে দাঁড়ায় সিলেট। ৭১ বলে এই রান করেন দুজনে। ৩০ বলে ৪০ রান করে মুরস ফিরলে ভাঙে এই জুটি। এ ছাড়া ১৬ বলে ২১ রান করেন থিসারা পেরেরা। গোল্ডেন ডাক হয়ে ফেরেন জাকির হাসান ও মুশফিকুর রহিম। 

বরিশালের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ওয়াসিম। ১টি করে উইকেট নেন সাকিব-কামরুল।

বিভি/এইচএস

মন্তব্য করুন: