• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

২ দিনের ব্যবধানে আরেক পর্বতশৃঙ্গ জয় করলেন ডা. বাবর

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১১:৫৩, ২১ মে ২০২৪

ফন্ট সাইজ
২ দিনের ব্যবধানে আরেক পর্বতশৃঙ্গ জয় করলেন ডা. বাবর

দুই দিনের ব্যবধানে আবারো বাংলাদেশকে বিশ্ব দরবারে গর্বিত করলেন বাংলাদেশি পর্বতারোহী চট্টগ্রামের সন্তান ডা. বাবর আলী। মঙ্গলবার (২১ মে) নেপালের স্থানীয় সময় ভোর ০৫:৫০ মিনিট (বাংলাদেশ সময় ০৬:০৫ মিনিট) এ ডা. বাবর আলী বিশ্বের চতুর্থ শীর্ষ শৃঙ্গ লোৎসে জয় করেন। 

পঞ্চম বাংলাদেশী হিসেবে গত রবিবার(১৯ মে) বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্ট জয়ের একদিন পরেই বিশ্বের চতুর্থ শীর্ষ শৃঙ্গ লোৎসেতেও ওড়ান বাংলাদেশের পতাকা। এটিই বাংলাদেশের কোন পর্বতারোহীর প্রথম লোৎসে সামিট এবং প্রথম একই অভিযানে দুইটি আটহাজারি শৃঙ্গ সামিট।

বাংলাদেশ থেকে বাবর আলী নেপালের উদ্দেশে রওনা হয়েছিলেন গত পহেলা এপ্রিল। প্রস্তুতিমূলক কাজ শেষ করে ১০ এপ্রিল পেৌছান এভারেস্ট বেজক্যাম্পে। ১৪ মে মাঝরাতে বেজক্যাম্প থেকে বাবরের যাত্রা শুরু হয় এভারেস্টের চূড়া অভিমুখে। অবশেষে রবিবার নেপালের সময় সকাল সাড়ে আটটায় ২৯ হাজার ৩১ ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছে  ওড়ান বাংলাদেশের পতাকা।

এরপর গতকাল বিশ্বের চতুর্থ শীর্ষ শৃঙ্গ লোৎসে জয়ের লক্ষ্যে আবারো শুরু করেন যাত্রা।  উল্লেখ্য, এমবিবিএস পাস করা ৩৩ বছর বয়সী বাবর পেশা হিসেবে ডাক্তারিতে থিতু হননি। পড়াশোনা করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজে। চাকরি ছেড়ে দেশ-বিদেশ ঘোরার কর্মযজ্ঞ শুরু করেন তিনি। সাইক্লিংয়েও রয়েছে বাবরের আলাদা আগ্রহ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2