• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গে পতাকা উড়িয়ে যা বললেন ওয়াসফিয়া

প্রকাশিত: ১৫:১৮, ২৪ জুলাই ২০২২

ফন্ট সাইজ
পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গে পতাকা উড়িয়ে যা বললেন ওয়াসফিয়া

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে টু তে ওয়াসফিয়া

পাকিস্তানের সর্বোচ্চ পর্বত ও বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে টুতে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছেন ওয়াসফিয়া নাজরীন। ৮,৬১১ মিটার বা ২৮,২৫১ ফুট উচু এই পর্বতশৃঙ্গের চূড়ায় তিনি সফলভাবে আরোহণ করেন শুক্রবার, ২২ শে জুলাই, সকাল ৮;৫৫-মিনিটে।  একজন পর্বতারোহী যখন পায়ে হেঁটে বেসক্যাম্পে ফিরে আসেন, তখন একটি আরোহন সম্পূর্ণ হয়। ওয়াসফিয়া শনিবার রাত ১০.৫৫ মিনিটে নিরাপদে বেসক্যাম্পে ফিরে আসেন। ওয়াসফিয়া প্রথম বাংলাদেশি ও বাঙালি যিনি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এই পর্বতের চূড়ায় উঠলেন।

এসময় ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত মাতৃভূমির সকল পরিচিত ও অজানা শহীদদের বিনম্রভাবে স্মরণ করেন ওয়াসফিয়া। এবং তরুণদের আমাদের অতীত থেকে অনুপ্রেরণা নিতে এবং কখনো হাল ছেড়ে না দিতে উৎসাহিত করেন। তিনি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পর্বতের চূড়া থেকে বলেছিলেন: "যে সব জায়গা থেকে এই ঐতিহাসিক যাত্রাটি ঘটিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ। শুভ বাংলাদেশ ৫০ তম জন্মবর্ষ!"

ওয়াসফিয়া সকল পাকিস্তানি কর্তৃপক্ষ এবং জনগণকে ধন্যবাদ জানিয়েছেন যারা তার এবং বাংলাদেশের পক্ষে সমাবেশ করেছেন। 


ইংরেজি থেকে অনুদিত

মন্তব্য করুন: