• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

একই সঙ্গে এসএসসি পাস করে তিন ইউপি মেম্বারের চমক

প্রকাশিত: ২০:০৭, ২৯ নভেম্বর ২০২২

আপডেট: ২০:২৬, ২৯ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
একই সঙ্গে এসএসসি পাস করে তিন ইউপি মেম্বারের চমক

অদম্য ইচ্ছাশক্তিতে অনেক কিছু সম্ভব তা আবারও প্রমাণিত হলো। বয়স বেশি হওয়া সত্ত্বেও পড়ালেখার ইচ্ছা জেগেছিল ইউনিয়ন পরিষদের তিন সদস্যের। সেই ইচ্ছা মোতাবেক তারা পরীক্ষা দিয়েছিলেন এসএসসি। এবং পাশ করেছেন।

তাক লাগানো এই ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায়। সেখানকার শুভগাছা ইউনিয়নের তিনজন জনপ্রতিনিধি এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

সোমবার (২৮ নভেম্বর) ঘোষিত এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন শুভগাছা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোমিন মিয়া, সোনামুখী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার মুন্সী পেয়েছেন জিপিএ ৩.৫০ এবং একই ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নারী সদস্য মায়া খাতুন পেয়েছেন জিপিএ ৪.৯৬।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার বলেন, পড়ালেখার ইচ্ছে থাকলে বয়স কোনো বিষয় নয়। তিনজন জনপ্রতিনিধি তা প্রমাণ করলেন।

জনপ্রতিনিধি দুই সন্তানের জনক আনোয়ার মুন্সী বলেন, ‘নানা কারণে পড়াশোনা শেষ করতে পারিনি। তাই একটি মাদরাসায় ভর্তি হয়েছিলাম। পাস করে ভালো লাগছে। ’

দুই সন্তানের জননী মায়া খাতুন বলেন, ‘আগে পড়তে পারিনি। তাই কারিগরি স্কুলে ভর্তি হয়েছিলাম। পাস করে খুব ভালো লাগছে। ’

সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান বলেন, ‘আমার পরিষদের দুজন সদস্য এসএসসি পাস করেছে শুনে ভালো লাগছে। তারা পড়ালেখার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদেরকে অভিনন্দন। ’

এ বিষয়ে ইউপি সদস্য আনোয়ার মুন্সী বলেন, ‘আমি ৪০ বছর বয়সে হাসনাহেনা দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ ৩.৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি। আমি এই বয়সে নিজেও লেখাপড়া করছি। পড়াশোনা করতে অন্যদের উৎসাহিতও করছি।’

বিভি/এজেড

মন্তব্য করুন: