বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ জানিয়ে দিলো ক্রিকইনফো
রাত পোহালেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট শুরু করবে বাংলাদেশ দল। প্রথম ম্যাচেই সামনে রয়েছে মাইটি অস্ট্রেলিয়া। মিচেল মার্শ, ট্রেভিস হেড, মিচেল স্টার্ক ও মার্কাস স্টোইনিসদের বিরুদ্ধে এই পর্ব শুরু করতে হবে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানদের। আগামীকাল ভোর সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি।
অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। সুপার এইটে অস্ট্রেলিয়ারও এটি প্রথম ম্যাচ। গ্রুপ ১ থেকে মুখোমুখি হচ্ছে দল দুটি। এই গ্রুপের বাকি দুটি দল ভারত ও আফগানিস্তান। সুপার এইটের বাকি চারটি দল গ্রুপ টুতে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও ইউএসএ।
সুপার এইট শুরু করতে গিয়ে ব্যাটিং লাইন নিয়ে এখনো বেশ চিন্তিত বাংলাদেশ। কেননা গ্রুপপর্কে টপঅর্ডাররা প্রতি ম্যাচেই ব্যর্থ হয়েছেন। যদিও পেসরাররা আছেন বেশ ফর্মে। তাই বোলিং লাইন নিয়ে এগোচ্ছে হাথুরু সিংহের শিষ্যরা।
এই ম্যাচের আগে একাদশের দিকে নজর রেখেছে সবাই। বাংলাদেশের বোলিং লাইনে শরিফুল ইসলাম একাদশে আসবেন কীনা, কাউকে বাদ দেয়া হবে কীনা, কিংবা ব্যাটিংয়ে ঘাটতি পূরণ করতে কাউকে আনা হবে কীনা এসব নিয়ে অনেকেই হিসাব কষতে বসেছেন। এরই মধ্যে সম্ভাব্য একাদশ জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।
সেখানে দুই দলের একাদশে কোনো পরিবর্তন দেখা যায়নি। বাংলাদেশ বা অস্ট্রেলিয়া দুদলই গ্রুপপর্বের শেষ ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল, সে একাদশ নিয়েই নামতে পারে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ (ক্রিকইনফো): তানজিদ হাসান তামিম, লিটন দাস (উই), নাজমুল হাসান শান্ত (অধি.), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, তানজিম সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ (ক্রিকইনফো): ডেভিড ওয়ার্নার, ট্রেভিস হেড, মিচেল মার্শ (অধি.), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উই), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।
বিভি/এজেড
মন্তব্য করুন: