• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাঙ্গামাটিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন

প্রকাশিত: ১৭:২৯, ৩০ অক্টোবর ২০২৪

আপডেট: ১৭:৩০, ৩০ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
রাঙ্গামাটিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটি পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় আগামী ১লা নভেম্বর থেকে রাঙ্গামাটিতে পর্যটকদের আগমনের উপর সকল প্রকার  নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

বুধবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে আযোজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা প্রশাসক।

নিষেধাজ্ঞা তুলে নেয়ায় আগামী ১ নভেম্বর থেকে পর্যটকরা নির্দিধায় রাঙ্গামাটি ভ্রমন করতে পারবেন বলে জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারন সম্পাদক আনোয়ার আল হক, বার্গী লেক ভ্যালীর স্বত্তাধিকারী বাপ্পী তঞ্চঙ্গ্যাসহ  জেলার পর্যটন সংশ্লিষ্ট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এ দিকে রাঙ্গামাটিতে পর্যটক আগমনের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়ায় পর্যটকদের বরনে  প্রস্তুতি নিয়েছে রাঙ্গামাটির পর্যটন উদ্যোক্তারা । রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সসহ বেসরকারী পর্যটন কেন্দ্র গুলো  রাঙ্গামাটি ভ্রমন করতে আসা পর্যটকদের   আথিতেয়তা দিতে সকল প্রস্তুতি গ্রহন করেছে বলে জানিযেছেন উদ্যোক্তারা।

উল্লেখ্য, এর রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাঙ্গামাটসহ তিন জেলায় অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছিল জেলা প্রশাসন।

বিভি/এআই

মন্তব্য করুন: