• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

সেন্টমার্টিনে আটকা প্রায় আড়াই হাজার পর্যটক

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৭:২৭, ২১ ফেব্রুয়ারি ২০২২

আপডেট: ১৭:২৯, ২১ ফেব্রুয়ারি ২০২২

ফন্ট সাইজ
সেন্টমার্টিনে আটকা প্রায় আড়াই হাজার পর্যটক

ফাইল ছবি

কক্সবাজারের সেন্টমার্টিন রুটে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় দ্বীপটিতে আটক পড়েছেন প্রায় আড়াই হাজার পর্যটক।

সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকালে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান বাংলাভিশন ডিজিটালকে জানান, হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ার কারণে জাহাজ বন্ধ করে দেওয়া এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ বিকালে সিগনাল তুলে নেওয়া হয়েছে। আশাকরা যাচ্ছে, আগামীকালের মধ্যে আটকাপড়া প্রায় আড়াই হাজার পর্যটক সেন্টমার্টিন ত্যাগ করতে পারবেন।

এর আগে রবিবার (২০ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজার জেলা প্রশাসন সেন্টমার্টিনগামী সবধরনের জাহাজ চলাচল একদিনের জন্য বন্ধ ঘোষণা করে।

অতিরিক্ত জেলা ম‍্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানান, কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি হয়েছিলো। সেজন্য জন‍্য জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। আটকাপড়া পর্যটকদের আবাসিক হোটেল কক্ষ ভাড়া ৫০ শতাংশ ছাড় দিতে বলা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় সকাল থেকে জাহাজ  চলাচল আবার শুরু করা হবে। 

বিভি/এইচএস

মন্তব্য করুন: