• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

কাপ্তাই হ্রদ ভ্রমণে নতুন প্রমোদতরী রাঙ্গাতরী 

রাঙ্গামাটি প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:৪৮, ১৬ মার্চ ২০২২

ফন্ট সাইজ
কাপ্তাই হ্রদ ভ্রমণে নতুন প্রমোদতরী রাঙ্গাতরী 

রাঙ্গামাটিতে পর্যটকদের কাপ্তাই হ্রদ ভ্রমণের পরিপূর্ণতা দিতে রাঙ্গাতরী নামে নতুন একটি হাউস বোট প্রমোদতরী যাত্রা শুরু করেছে।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বুধবার (১৬ মার্চ) সকালে শহীদ মিনার এলাকায় পর্যটন নৌ অবতরণ ঘাটে রাঙ্গাতরী নামে হাউস বোট উদ্বোধন করেন।

এসময় রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোকতার আহমেদ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, উদ্যোক্তা তোফায়েল আহমেদসহ রাঙ্গামাটি ট্যুরিষ্ট পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর রাঙ্গামাটি জেলা প্রশাসক প্রমোদতরী বিভিন্ন দিক ঘুরে দেখেন।

এসময় জেলা প্রশাসক বলেন, সবুজ পাহাড় বেস্টিত রাঙ্গামাটির কাপ্তাই লেকের অতুলনীয় সৌন্দর্য উপভোগ করতে রাঙ্গাতরী পর্যটকদের মাঝে রাঙ্গামাটি ভ্রমণের আনন্দ যোগাবে। কাপ্তাই হ্রদে নৌ-ভ্রমণে রাঙ্গাতরী পাহাড়ের পর্যটন উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবেও বলে তিনি আশা প্রকাশ করেন।

উদ্যোক্তারা জানান, নির্দিষ্ট প্যাকেজে নৌ-ভ্রমণের রাঙ্গাতরীর মাধ্যমে ঘুরতে পারবেন বেড়াতে আসা পর্যটকরা। সুভলং ঝর্ণাসহ হ্রদ বেষ্টিত প্রাকৃতিক পাহাড়ি এলাকা ভ্রমণসহ হ্রদে রাঙ্গাতরীতে রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজ ও রাত্রী যাপনের ব্যবস্থা রাখা হয়েছে। রাঙ্গাতরীতে রয়েছে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সুবিধা, দুইজন করে থাকার জন্য ৬টি রুমে ৬টি খাট, দুইটি টয়লেট। রাঙ্গামাটি ভ্রমণে পর্যটকদের স্বল্প বাজেটের মধ্যে সবচেয়ে মানসম্মত সার্ভিস দেয়া হবে বলে তারা জানান উদ্যোক্তারা।

 


 

বিভি/এনডি/রিসি 

মন্তব্য করুন: