• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো সুন্দরবনের দ্বার

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ০৭:৫৮, ১ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ০৯:৪৯, ১ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
পর্যটকদের জন্য উন্মুক্ত হলো সুন্দরবনের দ্বার

নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ভ্রমণ পিয়াসু পর্যটকদের জন্য তিন মাস পর আজ থেকে উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। এর ফলে দেশ-বিদেশি পর্যটকরা যেতে পারবেন বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ বনে। প্রজনন মৌসুম হওয়ায় এর আগে গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের সব নদ-নদী ও খালে তিন মাস সব ধরনের মাছ আহরণ বন্ধের পাশাপশি সুন্দরবনে পর্যটকদের প্রবেশও নিষিদ্ধ করে বন বিভাগ।

জানা যায়, মৎস্য সম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানিংয়ের (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী প্রতি বছর এই সময়ে দুই মাস নিষেধাজ্ঞা চলে। 

২০১৯ সাল থেকে এই কার্যক্রম চালু হয়েছে। কিন্ত চলতি বছর থেকে মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এই প্রথম এক মাস বাড়িয়ে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়ে তিন মাস সময় বৃদ্ধি করেছে বন মন্ত্রণালয়। 

এই তিন মাস সুন্দরবনের সব নদী ও খালে মাছ ধরা বন্ধের পাশাপাশি পর্যটক প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে সুন্দরবনে প্রবেশের সব ধরনের পাস-পারমিট ও নৌ-চলাচল। ফলে দীর্ঘ তিন মাস সুন্দরবন ছিল জেলে ও পর্যটক শূন্য।

বিভি/রিসি

মন্তব্য করুন: