• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

বঙ্গাপসাগরে ঘূর্ণিঝড় ‘অশনি’, পায়রা বন্দরে ২ নম্বর সংকেত

কুয়াকাটা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৭, ৮ মে ২০২২

আপডেট: ১৩:১০, ৮ মে ২০২২

ফন্ট সাইজ
বঙ্গাপসাগরে ঘূর্ণিঝড় ‘অশনি’, পায়রা বন্দরে ২ নম্বর সংকেত

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিন্মচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘অশনি’ এ পরিনত হয়ে একই এলাকায় অবস্থান করছে। 

এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলজুড়ে প্রচন্ড ভ্যাপসা গরমসহ  আকাশে কিছুটা হালকা মেঘ জমা রয়েছে। উপকুলীয় এলাকায় এক ধরণের গুমাট অবস্থা বিরাজ করছে। 

ঘূর্ণিঝড় অশনি আজ রবিবার (৮ মে) সকাল ৬টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ১২০৫ কিলামিটার দক্ষিণে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তাই পায়রাসহ সকল বন্দর সমূহকে ০২ নম্বর দূরবর্তী হুশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অফিস থেকে। উত্তরবঙ্গোপ সাগরে অবস্থারত ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। 

বিভি/জেআই/এএন

মন্তব্য করুন: