• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত

প্রকাশিত: ১৮:৫৫, ১৪ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত

বঙ্গোপসাগরে সুষ্পষ্ট লঘুচাপের কারণে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টি চলতে পারে আগামীকাল পর্যন্ত।

রাজধানীতেও সকাল থেকে মাঝারি আর গুড়ি গুড়ি বর্ষণে জনসাধারণের দুর্ভোগ চরমে। একদিকে, গণপরিবহন সংকট, অন্যদিকে যানজট। এতে নাকাল নগরবাসী। বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসগামী আর অফিস থেকে ঘরমুখো মানুষকে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের দক্ষিণ মধ্য প্রদেশে সুষ্পষ্ট লঘুচাপের কারণে বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দুপুর বারোটা পর্যন্ত সবচেয়ে বেশি ময়মনসিংহে ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

রাজধানীতে সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত বৃষ্টি হয়েছে ২৯ মিলিমিটার।

বিভি/এনএ

মন্তব্য করুন: