• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন

প্রকাশিত: ০৯:২৭, ১৮ জানুয়ারি ২০২৩

আপডেট: ০৯:২৮, ১৮ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন

ছবি: সংগৃহিত

উত্তরের বিভিন্ন জেলায় বইছে শৈত্যপ্রবাহ। শীতের তীব্রতায় বিপর্যস্ত জনজীবন।পঞ্চগড়ে হাড়কাঁপানো শীতে কাহিল মানুষ। হিমালয়ের হিমেল বাতাস আর ঘন কুয়াশায় বেড়েছে দুর্ভোগ। খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে কেউ কেউ। প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় চরম বিপাকে দুস্থরা।

কুড়িগ্রামে কুয়াশার সাথে শীতের দাপট। প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে না। টানা শীতে বিপাকে শ্রমজীবীরা।  নীলফামারীতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। চরম দুর্ভোগে খেটে খাওয়া অসহায় দরিদ্র ও শ্রমজীবীরা। হাড়কাপানো ঠাণ্ডায় কষ্ট বেড়েছে দিনাজপুরে। দু'দিন ধরে সূর্যের দেখা নেই। সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এবং বিত্তবানরা শীতবস্ত্র বিতরণ করলেও চাহিদার তুলনায় কম। মৃদু শৈত প্রবাহ বইছে গাইবান্ধায়।

কুয়াশার চাদরে চারপাশ ঢাকা থাকায় ব্যহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। লালমনিরহাটেও শীতের তীব্রতা। কাহিল শিশু ও বয়স্করা। দিনের বেশিরভাগ সময় কুয়াশায় ঢাকা থাকছে সড়ক ও কৃষিজমি।  বিপাকে তিস্তা ও ধরলা পাড়ের মানুষ। 

বিভি/এমআর

মন্তব্য করুন: