• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

লেখক বৃত্তান্ত:

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

একটা পজিশনে ফিক্সড হতে চান মিরাজ

একটা পজিশনে ফিক্সড হতে চান মিরাজ

এবারের বিপিএলে কখনো ওপেনিং, কখনো ৭ নম্বরে, আবার কখনো ওয়ান ডাউন। বিপিএলে ফরচুন বরিশালের হয়ে মেহেদী হাসান মিরাজের ব্যাটিং পজিশনেএটি। দেখলে এমনটাই মনে হতেই পারে ‘মিউজিক্যাল চেয়ার’ গেম। এতদিন উপভোগের কথা বললেও এবার খোদ মিরাজেরই আকুতি, স্থায়ী ব্যাটিং পজিশনের জন্য। ব্যাট হাতে ছন্দে থাকা মিরাজ সর্বশেষ ২ ম্যাচে দেখিয়েছেন রানের ঝলক। এই ২ ম্যাচেই মিরাজকে খেলানো হয়েছে ৭ নম্বরে। এই অলরাউন্ডার এবার জানিয়ে দিলেন, এই পজিশনেও যদি নিয়মিত ব্যাট করতে হয়, কোনো আপত্তি নেই মিরাজের। সিলেটে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিরাজ বলেন, বিভিন্ন পজিশনে খেলা কঠিন প্রত্যেক ম্যাচেই আমাকে ভিন্ন ভিন্ন ভূমিকা পালন করতে হয়েছে। একেকদিন একেক পরিস্থিতি আসে। তার পরও গত তিনটি ইনিংসে আমি খুশি। ছোট ছোট ইনিংস ছিল কিন্তু দলে কন্ট্রিবিউশন ভালো ছিল। এজন্য আমি খুশি। যদি সুযোগ পাই অবশ্যই বড় ইনিংস খেলার চেষ্টা করব। তারপরই মিরাজের আকুতি-তাকে যেন নির্দিষ্ট একটা ব্যাটিং পজিশন দেওয়া হয়। তার ধারণা, সামনের ম্যাচগুলোতে ৭ নম্বরে ফিনিশারের ভুমিকাই পালন করতে হবে নিয়মিত। এজন্য হয়ত আমাকে বিভিন্ন পজিশনে দেওয়া হচ্ছে। আমি কোচ-ক্যাপ্টেনের সঙ্গে কথা বলেছি। তারা হয়ত আমাকে একটা পজিশন যেমন গত ২ ইনিংস একটা জায়গাতেই খেলিয়েছেন। হয়ত চিন্তা করছেন এখানে খেললে দলের জন্য ভালো হবে। মিরাজ বলেন, একটা জায়গায় নিজেকে ফিক্সড করতে পারলে খুব ভালো লাগবে। তবে টিম কম্বিনেশন আছে, দলের পরিকল্পনা আছে।

১১:২৫ এএম, ২ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার

আইপিএলে বিদেশী ক্রিকেটাররা কে কোন দলে খেলছেন দেখুন একনজরে

আইপিএলে বিদেশী ক্রিকেটাররা কে কোন দলে খেলছেন দেখুন একনজরে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ১৬তম আসরে ব্যাট-বলের লড়াই শুরু হচ্ছে শুক্রবার। টি–টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ মানেই বিশ্বসেরা ক্রিকেটারদের মহাসমাবেশ। বিশ্বের সবচেয়ে অর্থকরী এ লিগের গুরুত্ব এতটাই যে, আইপিএলে খেলার জন্য অনেক ক্রিকেটার দেশের হয়ে খেলা চেয়েও আইপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন। অনেক ক্রিকেটার আছেন যারা সময়ের আগেই জাতীয় দল থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে খেলছেন এ লিগে। ভারতীয় ক্রিকেটাররা বাদে বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা কে আইপিএলের কোন দলে খেলছেন চলুন জেনেনি-

০২:২৬ পিএম, ৩০ মার্চ ২০২৩ বৃহস্পতিবার