রামপালে ৮৩৫ পিচ ইয়াবা জব্দ, আটক ১

বাগেরহাটের রামপালে ৮৩৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। আটক ব্যক্তির নাম শেখ আজহার (৩৬)। সে উপজেলার কাশিপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় র্যাব মঙ্গলবার রামপাল থানায় একটি মামলা করেছে।
মামলা এবং র্যাব সূত্রে জানা যায়, র্যাব ৬ এর একটি টিম মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে রামপাল থানার কাশীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আজহার নামে ওই ব্যাক্তির কাছ থেকে ২৩৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটককৃতের দেয়া তথ্যের ভিত্তিতে আরও ৬০০ পিচ ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে র্যাব।
আটক আজহার খুলনা লবনচরা থানার অপর একটি মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে র্যাব।
বিভি/এইচডব্লিউ/এনজি
মন্তব্য করুন