নাহিদ রানা : একসময় হয়তো গ্রেটদের পাশে দাঁড়াবে
নাহিদ রানাকে প্রথম দেখলাম সদ্যসমাপ্ত বিপিএলে। একেবারে তরুন, সুঠাম, দীর্ঘদেহি। সহজ রান আপ এবং সহজ বল ছোড়ার ভঙ্গি। দেখে কিছু বোঝার উপায় নেই। কিন্তু ভুরু কুচকে উঠল যখন সাঁই করে বলটা চোখের পলকে ব্যাটেরকে পার হয়ে উইকেট কিপারের হাতে জায়গা করে নিল। তারপর ৪৬, ৪৭, ৪৮ থেকে শেষ হল ঘন্টা প্রতি ১৪৯.৭ কিমি এ গিয়ে। বয়সের তুলনায় দারুন।
শনিবার, ২৩ মার্চ ২০২৪, ১৫:০১