সিস্টেম মরে না মানুষ মরে!
কয়েকদিন পরেই বেইলি রোডের অগ্নিকাণ্ডের ফাইল হিমঘরে চলে যাবে। তার আগে দুটো কথা বলে রাখিঃ এদেশে যে কোনো দুর্ঘটনা-বিপর্যয় পরবর্তী সরকারী সাফাই- আগুন লাগার পর বলা হবে-ভবনের অনুমোদন ছিল না। লঞ্চডুবির পর বলা হবে-ফিটনেস সার্টিফিকেট ছিল না, অতিরিক্ত যাত্রী ছিল। সড়ক দুর্ঘটনার পর বলা হবে-ফিটনেস ছিল না, চালকের লাইসেন্স ছিল না। গার্মেন্ট কারখানায় আগুন লাগার পর বলা হবে-ফায়ারস্কেপ সিঁড়ি ছিল না, মেইন গেটে তালা ছিল। ভুল চিকিৎসায় রুগী মরার পর বলা হবে-হাসপাতালটির অনুমোদন ছিল না......কিন্তু কখনওই বলা হবে না-এইসব দেখার জন্য জনগণের ট্যাক্সের টাকায় পোষা রাষ্ট্রের কর্তারা টাকা খেয়ে এইসকল অবৈধ প্রতিষ্ঠানগুলোকে চলতে দিয়েছে, এবং শত শত মানুষের অপমৃত্যুর কারণ আসলে এরাই।
বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪, ১০:১৫