সন্তান কখনো বড় হয় না
অরিত্রি আমাকে যে প্ৰশ্ন কৱল তাৱ মানে দাঁড়ায়, মেয়েদের বিয়ে হয়ে গেলে কী বাবার বাড়ির অধিকার ক্ষুন্ন হয়!
এটা ঠিক যে মেয়েরা বিয়ের পর শশুড় বাড়িকে আপন করে নেয়। শশুড় শাশুড়ি, দেবর ননদ নিয়ে গড়ে ওঠে আলাদা জগত, নিজস্ব এক ভূবন তৈরী করে। এটাই ট্ৰাডিশন। এমনটাই দেখে এসেছি। কিন্তু আজকাল প্ৰাইভেসিৱ নামে নতুন প্ৰজন্ম আলাদা থাকতেই স্বচ্ছন্দবোধ কৱে।
অরিত্রির প্রশ্ন শুনে একটু থমকে গেলাম! একটু ভেবে বললাম, নাতো, তা কেনো হবে!
বুধবার, ৬ এপ্রিল ২০২২, ১৩:৫৮