• NEWS PORTAL

মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

ফিচার

গালিভার্স ট্র্যাভেলসের মজার ঘটনা
গালিভার্স ট্র্যাভেলসের মজার ঘটনা

লেখক জোনাথন সুইফট অর্থাভাবে দিন কাটাচ্ছেন । এক কাঁচা স্ক্রিপ্ট নিয়ে প্রকাশকদের দ্বারে দ্বারে ঘোরেন । কেউ নেয় না । বলে - এটা পাগল ছাগলের স্ক্রিপ্ট । একদিন সকালে তাঁর হাতে বাজার করার টাকা নাই । গেলেন এক প্রকাশকের কাছে সেই স্ক্রিপ্ট নিয়ে । প্রকাশক দয়াপরবশ হয়ে বাজার করার জন্য ১০ পাউন্ড দিয়ে স্ক্রিপ্টটি রেখে দিলেন । বেশ অনেকদিন পর প্রকাশক ভাবলেন , আছেই যখন স্ক্রিপ্টটা ছেপে দেই । দিলেন ছেপে । হু হু করে বিক্রি হয়ে বাজার খালি হয়ে গেলো বইটার । ভাইরাল আর কি । আবারও ছাপলেন । আবারও খালি । ১০ পাউন্ডের স্ক্রিপ্ট ব্যবসা করেছিলো ১০ মিলিয়ন পাউন্ডের। বইটার নাম - গালিভার্স ট্র্যাভেলস । সেই লিলিপুট কাহিনী ।

মঙ্গলবার, ৮ আগস্ট ২০২৩, ১৯:২১

আলেকজান্ডার দ্য গ্রেট তাঁর জীবনে কোনো যুদ্ধে হারেননি
আলেকজান্ডার দ্য গ্রেট তাঁর জীবনে কোনো যুদ্ধে হারেননি

তো আলেকজান্ডারের বাবার কাছে ঘোড়াওয়ালা ঘোড়াটার চড়া দাম চাচ্ছে । সমস্যা সেটা না, সমস্যা হলো, ঘোড়াটা পাগলামি শুরু করেছে । মালিকসহ কেউ তাকে বাগে আনতে পারছে না । ফিলিপ বললেন, পাগলা ঘোড়ায় চলবে না । ছেলে আলেকজান্ডার বললো, চলবে । সবার অবাক চোখের সামনে লাফিয়ে ঘোড়ার উপর উঠলো ছোট্ট আলেকজান্ডার । শান্ত হয়ে গেলো ঘোড়া । ব্যাপারটা কিছুই না । ঘোড়া তার নিজের বিশাল ছায়া দেখে ভয় পেয়ে পাগলামি করছিলো । আলেকজান্ডার শুধু ঘোড়ার মুখটা সূর্যের দিকে ঘুরিয়ে দিয়েছিলো । ছায়া না দেখে ঘোড়া শান্ত । আলেকজান্ডার ঘোড়ার নাম দিলো - ব্যুসেফেলোস । 

সোমবার, ১৭ জুলাই ২০২৩, ১৫:১৬