• NEWS PORTAL

  • বুধবার, ৩১ মে ২০২৩

ফিচার

রাজার বিয়ে
রাজার বিয়ে

১৯৮১ সালে প্রিন্স চার্লসের সাথে যখন বিয়ে হয়, তখন লেডি ডায়ানা ছিলেন  স্কুলের একজন সহকারী শিক্ষিকা । তখন তাঁদের বিয়ের অনুষ্ঠান সারাবিশ্বের ৭৫ কোটি মানুষ টিভিতে আর ৬ লক্ষ মানুষ অনুষ্ঠান স্থলের পাশে রাস্তায় দাঁড়িয়ে দেখেছিলো । স্বর্গীয় সৌন্দর্যের জন্য লেডি ডায়ানা ছিলেন মিডিয়ার প্রধান আকর্ষণ । বিবাহিত জীবনে দুই সন্তান উইলিয়াম আর হ্যারিকে নিয়ে সুখেই ছিলেন । কিন্তু সংসারে বনিবনা হচ্ছিলো না । এরমধ্যে প্রিন্সের পরকীয়া প্রেম ঘিয়ে আগুন ঢালে । তা প্রকাশ হয়ে পড়লে তাঁরা সিদ্ধান্ত নেন বিচ্ছেদের । রাণী ও ডিউক চেষ্টা করেও তা ঠেকাতে পারেননি । ১৯৯২ সালে আলাদা হয়ে যান দুজন । 

সোমবার, ৮ মে ২০২৩, ১২:৩৮