যে কারণে তৈরি হয়েছিলো অপরূপ রোজ গার্ডেন
ছবির এই অনিন্দ সুন্দর প্রত্নতাত্বিক বাড়িটির গায়ে বাড়ির নাম লিখা আছে রশিদ মঞ্জিল। কিন্তু এলাকাবাসী এই বাড়িটি চেনে হুমায়ুন সাহেবের (খান বাহাদুর আব্দুর রশিদের পুত্র) বাড়ি হিসেবে। আর আমরা যারা দূর থেকে এই বাড়িটিকে দেখতে যাই, তারা খুজি রোজ গার্ডেনকে । ১৯৩১ সনে তৎকালীন ঢাকার ধনাঢ্য ব্যাংকার, ইট-সুরকি উৎপাদন এবং চুন, কাঠ, কয়লা ইত্যাদির ব্যবসায়ী হৃষিকেশ দাস রোজ গার্ডেন বাড়িটি ঢাকার টিকাটুলিতে তৈরি করেন। এই ভবনটি মুলত একটি ব্যক্তিগত জলসা বা বিনোদন কেন্দ্র হিসেবে তৈরি করা হয়।
বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০২৩, ১৫:০১