আলেকজান্ডার দ্য গ্রেট তাঁর জীবনে কোনো যুদ্ধে হারেননি
তো আলেকজান্ডারের বাবার কাছে ঘোড়াওয়ালা ঘোড়াটার চড়া দাম চাচ্ছে । সমস্যা সেটা না, সমস্যা হলো, ঘোড়াটা পাগলামি শুরু করেছে । মালিকসহ কেউ তাকে বাগে আনতে পারছে না । ফিলিপ বললেন, পাগলা ঘোড়ায় চলবে না । ছেলে আলেকজান্ডার বললো, চলবে । সবার অবাক চোখের সামনে লাফিয়ে ঘোড়ার উপর উঠলো ছোট্ট আলেকজান্ডার । শান্ত হয়ে গেলো ঘোড়া । ব্যাপারটা কিছুই না । ঘোড়া তার নিজের বিশাল ছায়া দেখে ভয় পেয়ে পাগলামি করছিলো । আলেকজান্ডার শুধু ঘোড়ার মুখটা সূর্যের দিকে ঘুরিয়ে দিয়েছিলো । ছায়া না দেখে ঘোড়া শান্ত । আলেকজান্ডার ঘোড়ার নাম দিলো - ব্যুসেফেলোস ।
সোমবার, ১৭ জুলাই ২০২৩, ১৫:১৬