• NEWS PORTAL

  • বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

ফিচার

চিত্রশালার নির্ঝঞ্ঝাট নীরবতায় বাংলার ঐতিহ্যকে বিশ্বব্যাপী সমৃদ্ধ করছেন মাহফুজা বিউটি
চিত্রশালার নির্ঝঞ্ঝাট নীরবতায় বাংলার ঐতিহ্যকে বিশ্বব্যাপী সমৃদ্ধ করছেন মাহফুজা বিউটি

চিরায়িত বাংলার অকৃত্রিম সৌন্দর্য্য ও কালের আবর্তনে আছড়ে পড়া চির সজীব ঐতিহ্যকে কাল্পনিক মনন থেকে রঙতুলির মাধ্যমে ফুটিয়ে তোলার এক অনন্য শিল্পী মাহফুজা বিউটি। প্রথমে বাস্তবসম্মত বিভিন্ন চিত্র অঙ্কণ করলেও বর্তমানে কাল্পনিক চিত্রের মাধ্যমে বাংলার ঐতিহ্যকে বিশ্বব্যাপী প্রসারে ভূমিকা রেখে চলেছেন। জীবনের নানা বোঝাপড়ার মধ্যে নানা বাধাবিপত্তি ও প্রতিবন্ধকতা সত্ত্বেও যিনি ছবি আঁকা কখনও ছাড়েননি এবং রঙতুলি ক্যানভাসের হাত ধরেই পৌঁছে গেছেন বিশ্বের দরবারে সেই মাহফুজা বেগম বিউটি একাধারে চিত্রশিল্পী, কবি এবং বাংলাদেশ চিরন্তন আর্ট গ্রুপের কিউরেটর। যিনি নিজগুণে জয় করে নিয়েছেন আপন দক্ষতায় শৈল্পিক কর্ম প্রকাশের অধিকার।

সোমবার, ৮ এপ্রিল ২০২৪, ১৯:৩৯