কাশ্মীর যেন শিল্পীর ক্যানভাসে আঁকা!
কাশ্মীর। মন ভালো করে দেওয়ার জন্য এই নামটাই যথেষ্ট। নীল রঙা আকাশ, সাদা মেঘ, বরফে ঢাকা বিশাল পর্বতশ্রেণি, সবুজ বনভূমি, নীলচে সবুজ রঙের হ্রদ, আঁকাবাঁকা পাহাড়ি পথ- এই কয়েকটি শব্দ দিয়ে ধরাধামের স্বর্গটিকে বর্ণনা করার চেষ্টা বৃথা। আসল কাশ্মীরের সৌন্দর্য্য ভাষায় প্রকাশ করতে যাওয়া বড়ই বিড়ম্বনার কাজ। যারা কাশ্মীর বেড়াতে গেছেন তাদের আলাদা করে বলার কিছু নেই। আর যারা যাননি তারা জীবনে একবার অন্তত সেখান থেকে ঘুরে আসুন। না হলে প্রকৃতির অপূর্ব এক সৃষ্টিকে নিজের চোখে দেখার অভিজ্ঞতা খুব মিস করবেন
রবিবার, ৩০ এপ্রিল ২০২৩, ১৩:৫৫