আজ বিশ্ব ইন্ট্রোভার্ট দিবস
বিশ্ব ইন্ট্রোভার্ট দিবস বা অন্তর্মুখী মানুষের দিন আজ (২ জানুয়ারি), যেখানে একাকীত্ব তাদের শক্তি। ভিড়ের বাইরে থেকে তারা নিজেদের জগতে খুঁজে পায় প্রশান্তি। অন্তর্মুখী বা ইন্ট্রোভার্ট মানুষেরা স্বভাবতই নিজের মধ্যে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। অন্যদিকে, এক্সটোভার্ট বা বহির্মুখী মানুষেরা সবার সঙ্গে মিশতে চান।
বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫, ২১:৫৪