মীন-কন্যার মন খারাপের দিন আজ, আপনার?
রাশিফল যেমন প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমনি সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস ও বছরের ভবিষ্যদ্বাণী করে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়।
শনিবার, ৫ আগস্ট ২০২৩, ০৯:৩৪