• NEWS PORTAL

  • রবিবার, ০৩ জুলাই ২০২২ | ১৯ আষাঢ় ১৪২৯

খোলা জানালা

স্মার্টফোনে প্রাণহীন বন্ধুচক্রের আড্ডা
স্মার্টফোনে প্রাণহীন বন্ধুচক্রের আড্ডা

ক্যাম্পাস জীবনে প্রত্যেকের অপরিহার্য সংগী হলো বন্ধু। আর একে অপরের সুখে দুঃখে সবসময় পাশে থাকার নাম হলো বন্ধুত্ব। সবারই নির্দিষ্ট কিছু বন্ধুচক্র থাকে। মানুষ জীবনে ভালো সময়গুলোর বেশিরভাগই চলে যায় বন্ধুত্বের আড্ডায়। দৈনন্দিন জীবনের নানান কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরা হয় এই আড্ডায়। অন্য যেকোনো জায়গায় যেমন একটি কথা বলার আগে দশবার ভাবতে হয়। বন্ধুত্বের আড্ডায় তেমনটি করতে হয় না। একজন ব্যক্তি নিঃসংকোচে তাঁর মনের অভিব্যক্তিগুলো তুলে ধরতে পারেন এখানে। ক্যাম্পাসের বন্ধুত্বের আড্ডায় যেমন থাকে হাসি ঠাট্টা ও খুনসুটি, তেমনি থাকে সুখ দুঃখের গল্পগুলোও।

রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১, ২৩:১৭