শুধু কথায় নয়, নীরবতাতেও মজবুত হতে পারে সম্পর্কের ভিত
মনে রাখবেন, শুধু কথায় নয়, নীরবতায়ও মজবুত হতে পারে সম্পর্কের ভিত। সমীক্ষা তেমনই বলছে। দাম্পত্য জীবনে সুখী থাকার ফর্মুলা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। মনোবিদদের মধ্যে কেউ কেউ বলেন, সম্পর্ক ভাল রাখতে, মন খুলে কথা বলা জরুরি। কারও আবার মত, ঝগড়া করলে, মনের জমা অভিমান, ক্ষোভ বার করে দিলেও দুই মানুষের মধ্যে তৈরি হওয়া দূরত্ব কমে যেতে পারে। সম্পর্ক থাকলে ঝগড়া, মান-অভিমান থাকবেই। থাকবে ভালবাসাও। অনেক সময় কথা কাজে আসে না। তবে, সেই কাজ করে দিতে পারে নীরবতা। কারণ, নীরবতারও ভাষা রয়েছে। সেই ভাষার কথাই প্রকাশিত হল সাম্প্রতিক সমীক্ষায়।
শনিবার, ১ মার্চ ২০২৫, ১১:২১