প্রেম টিকবে কি না বুঝবেন যেভাবে
প্রেমের ধরন ও গতি বোঝা বড় কঠিন। শুরুর দিকে যে প্রেম ঘুম হারাম করে দেয়, দিন এগোতেই সেই প্রেম ভাবিয়ে তুলে। হতেই পারে প্রেমের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রেম ঘনত্ব হারাবে। হতেই পারে একদিন হুট করে সঙ্গী বলে উঠবে, তোমাকে আর ভালোবাসি না! তখন? মাথায় আকাশ ভেঙে পড়বে। তাই প্রেম করুন মন খুলে, কিন্তু বুদ্ধি খুলে নয়। অন্তত নিজের ভালোটা বুঝে শুনে।
শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩, ১২:৩৬