৬ জাহাজ থেকে প্রায় ৩ লাখ টন গম খালাস হচ্ছে চট্টগ্রাম বন্দরে
বাজারে অস্থিরতার মধ্যেই বিদেশি ৬ জাহাজ থেকে পৌনে ৩ লাখ টনের বেশি গম খালাস হচ্ছে চট্টগ্রাম বন্দরে। অস্ট্রেলিয়া, কানাডা, ভারত থেকে আনা এসব গম বাজারে এলে অস্থিরতা কমে স্বস্তি ফিরবে অভিমত সংশ্লিষ্টদের। ইউক্রেন-রাশিয়া থেকে গম না এলেও কানাডা, অস্ট্রেলিয়া, ভারত থেকে প্রচুর গম আসায় সংকট হবে না বলছে সরকারি সংস্থা। তবে পাইপলাইনে থাকা ৫ লাখ টন ভারতের গম দেশে আনার পরামর্শ আমদানিকারকদের।
বুধবার, ২৫ মে ২০২২, ১৩:০৯