অধিকারের সম্পাদক-পরিচালকের রায় নিয়ে ১৫৫ বিশিষ্ট নাগরিকের বিবৃতি
অসত্য তথ্য প্রচারের মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে দায়েরকৃত মামলায় সংগঠন অধিকারের সম্পাদক ও পরিচালকের দণ্ডাদেশের বিরুদ্ধে বিভিন্নমহলের অপতৎপরতায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দেশের ১৫৫ জন শিক্ষক, বুদ্ধিজীবী ও পেশাজীবী বিশিষ্ট নাগরিক। বুধবার (২০ সেপ্টেম্বর) বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী ও পেশাজীবীদের পক্ষে স্বাক্ষর করে বিবৃতি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আবুল বারক্ আল্ভী।
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৫