• NEWS PORTAL

  • রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪

লাইফস্টাইল

ধার দেওয়া-নেওয়া নিয়ে সতর্ক হোন, জেনে নিন কিছু কৌশল
ধার দেওয়া-নেওয়া নিয়ে সতর্ক হোন, জেনে নিন কিছু কৌশল

ধার বা ঋণ নেওয়া এবং দেওয়া অনেক পুরোনো রীতি, সব দেশে সব সমাজেই প্রচলিত। ব্যবসা কিংবা ব্যক্তিগত প্রয়োজনে কেউ নেন কেউ দেন। কিন্তু, বিপত্তি বাধে তখন যখন লেনদেনে দেখা দেয় অসুবিধা। কখনও কখনও ঋণ করার থেকেও বেশি ঝামেলা হয় ঋণ দিলে। আপনি তো সৎভবে প্রতি মাসে নিজের ধারের টাকা শোধ করছেন। কিন্তু, যিনি আপনার কাছে থেকে ধার নিয়েছেন সে তো আপনার ধারে কাছেও ঘেষছেন না। এ ভাবে যারা টাকা বা জিনিস ধার নিয়ে শোধ দিতে চান না, তাদের সঙ্গে মোকাবিলা করা বেশ কঠিন। তা তিনি বন্ধু হোন, বা আত্মীয় কিংবা সহকর্মী। সম্পর্ক ভালো রেখে তাদের কাছ থেকে পাওনা টাকা পেতে গেলে একটু বুদ্ধি খাটাতে হবে।

সোমবার, ২ ডিসেম্বর ২০২৪, ১৩:১৪