এই রোদ, এই বৃষ্টি; আবহাওয়া পরিবর্তনে বেড়েছে সাইনাসের ব্যথা!
বর্তমান আবহাওয়া যেন যুৎসই নয়। এই প্রখর রোদ আবার এই হচ্ছে ঝড়-বৃষ্টি। কিছুদিন পরপরই হচ্ছে সর্দি, কাশি, জ্বর। তার থেকে শুরু মাথা ব্যথা আর নাক বন্ধ। যাদের সাইনাসের সমস্যা রয়েছে তাদের জন্য যেন এমন আবহাওয়া আরও কষ্টের। কষ্টকর এই সমস্যা থেকে মুক্তি পেতে কত কিছুই তো করেছেন। তাই এবার ঘরোয়া ৫ উপায় কাজে লাগিয়ে দেখুন-
মঙ্গলবার, ১৬ মে ২০২৩, ২২:৪৭