শিশুর শিক্ষা-দীক্ষার গুরুত্ব নিয়ে যা বলছে ইসলাম
সন্তানকে আদর্শ ও নেক মানুষ হিসেবে গড়ে তুলতে উত্তম শিক্ষা-দীক্ষার বিকল্প নেই। অন্যদিকে প্রতিটি শিশুই উত্তম প্রকৃতি নিয়ে জন্মগ্রহণ করে। এরপর শিক্ষা-দীক্ষার ওপর ভিত্তি করেই তার জীবন গড়ে উঠে। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সা.) (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘প্রত্যেক নবজাতকই ফিতরাত বা স্বাভাবিক উত্তম প্রকৃতি নিয়ে জন্মগ্রহণ করে। তারপর তার বাবা-মা তাকে ইয়াহুদি, নাসারা বা অগ্নিপূজক হিসেবে গড়ে তোলে।’ (সহিহ বুখারি: ২৩)। এই হাদিস থেকে বোঝা যায় সন্তানের ভালো বা মন্দ মানুষ হওয়ার ক্ষেত্রে বাবা-মায়ের শিক্ষা-দীক্ষার বড় প্রভাব থাকে।
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ২০:০৬