হুমায়ূন ফরীদি দ্য গ্রেট
হুমায়ূন ফরীদি ভাই তখন অভিনয়ের জন্য মিনিট হিসেবে পেমেন্ট নেন । মানে নাটক যত মিনিটের, তত হাজার টাকা । আমার নাটক ৫০ মিনিটের । সেই হিসেবে তাঁকে নিলে আমার দিতে হবে ২ দিনে ৫০ হাজার টাকা । তাঁকে আমার নিতেই হবে দুটো কারণে । এক . তাঁর সাথে আমার ভীষণ ফ্রেন্ডলি সম্পর্ক । আমাকে আদর করে পাগলা ডাকেন । দুই . স্ক্রিপ্টটা তাঁকে মাথায় রেখেই লিখেছি । আমার চেয়ে বেশি বিপদে পড়েছেন ফরীদি ভাই । স্ক্রিপ্ট তাঁর ভীষণ পছন্দ হয়েছে । বললাম , `বলেন কতো দিমু ? ৫০ হাজার দিতে পারমু না ।
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৪:৩৫