আসছে নাজনীন হাসান খানের ‘দারোগা বউ জামাই আসামি’
আসছে নির্মাতা নাজনীন হাসান খানের ‘দারোগা বউ জামাই আসামি’ শিরোনামে ব্যতিক্রমধর্মী গল্প নিয়ে আরেকটি নাটক। নাটকটিতে চিত্রনাট্য ও সংলাপ দিয়েছেন প্রথিতযশা নাট্যকার রাজীব মণি দাস। নাটকে দারোগা ভূমিকায় অভিনয় করেছেন- মৌসুমী হামিদ। দারোগার স্বামী চরিত্রে রয়েছেন আখম হাসান। আরও অভিনয় করেছেন- রেশমা আহমেদ, কাজী রাজু, ফরিদ হোসাইন, রিকি, মিহিরা মিহি প্রমুখ।
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২২:৫০