• NEWS PORTAL

  • সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

মতামত

তারেক রহমানের প্রত্যাবর্তন: আমার ভাবনায় বাংলাদেশ
তারেক রহমানের প্রত্যাবর্তন: আমার ভাবনায় বাংলাদেশ

বাঙালী জাতির জন্য আজ এক অবিস্মরণীয় দিন। দেশের মানুষ আজ লন্ডন প্রবাসী এক রাজনৈতিক মহীরুহের গৌরবময় স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছেন। কোটি কোটি জাতীয়তাবাদীর বটবৃক্ষ, গণতন্ত্রকামী গণমানুষের মুক্তির দিশারী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি`র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুদীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে আজ ২৫ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার দেশে ফিরছেন। প্রসঙ্গত, ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর থেকে উনি একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা জারনাজ রহমান ও সহধর্মিনী কার্ডিওলজিস্ট জোবাইদা রহমানসহ লন্ডনে নির্বাসিত জীবন যাপন করছিলেন। 

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১৫:০০

পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ: একটি ত্রিমাত্রিক বিশ্লেষণ
পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ: একটি ত্রিমাত্রিক বিশ্লেষণ

একাত্তরে পূর্ব পাকিস্তনের সংকটটি ছিলো ত্রিমাত্রিক। এর প্রথম মাত্রাটি ছিলো ইয়াহিয়া, মুজিব এবং ভুট্টোর মধ্যে ক্ষমতার লড়াই। ইয়াহিয়া চেয়েছিলেন ক্ষমতা ধরে রাখতে; মুজিব ও ভুট্টো উভয়ে চেয়েছিলেন ক্ষমতায় যেতে। সত্তরের নির্বাচনে ১৬৭ আসনে বিজয়ী মুজিবকে রাষ্ট্রক্ষমতায় আসীন করা হলে ৮৫ আসনের ভুট্টোকে বসতে হয় অপজিশন বেঞ্চে, আর তেমনটি ঘটলে ইয়াহিয়াকে প্রেসিডেন্ট হতে সরিয়ে দেওয়ার আল্টিমেটাম দিয়েছিলেন ভুট্টো। এ অবস্থায় ক্ষমতার মূল দাবিদার বিজয়ী মুজিবকে ক্ষমতা থেকে দূরে রাখতে ১৭ জানুয়ারি ১৯৭১ ভুট্টোর বাগানবাড়িতে ইয়াহিয়া ও ভুট্টোর মধ্যে গোপন সলাপরামর্শ হয়, যা ’লারকানা ষড়যন্ত্র’ নামে পরিচিত। এরই ধারাবাহিকতায় ১৯ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডির বৈঠকে সিদ্ধান্ত হয়-

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৪

ফিরে আসুন আপসহীনা
ফিরে আসুন আপসহীনা

মনটা আজ বেজায় খারাপ দু`জন মমতাময়ী মায়ের জন্য। এঁদের প্রথমজন আমার জন্মদাতা মা, দ্বিতীয়জন বাংলার মা। আমার মা কর্কট বা ক্যান্সারের ভুক্তভোগী, কেমোথেরাপি চলছে যথারীতি। বিষয়টি ব্যক্তিগতই থাকুক। কিন্তু দ্বিতীয় বিষয়টি একেবারেই জাতীয়, সমগ্র বাংলাদেশের। গণতন্ত্রের মা, বাংলার আবেগ ও জননন্দিত রাজনীতিবিদ বেগম খালেদা জিয়ার জীবন আজ বড়ই সংকটপূর্ণ। বয়সের কারণে উঁনার শরীরে নানাবিধ রোগ দানা বেঁধেছে। দেশের বিশিষ্ট চিকিৎসকরা বলছেন উঁনার শরীরে ফুসফুস ও কিডনিতে ইনফেকশন দেখা দিয়েছে। উঁনি সিসিইউতে আছেন বিশেষজ্ঞ টিমের নিবিড় তত্ত্বাবধানে। আজ উঁনাকে নিয়েই এই লেখা।

রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ১৮:০৭

‘আগামীর সম্ভাবনাময় বাংলাদেশ ও তারেক রহমান’
‘আগামীর সম্ভাবনাময় বাংলাদেশ ও তারেক রহমান’

‎১৯৬৫ সালের ২০ নভেম্বর বাংলাদেশের রাজনীতির ভাগ্যাকাশে এক উজ্জ্বল নক্ষত্র জন্মেছিলো। বাবা-মায়ের আদরের সেই ছোট্ট ‘পিনো’ আজ বাংলাদেশের কোটি মানুষের ভরসার নাম- তারেক রহমান। শুধু বাংলাদেশই নয়, বৈশ্বিক রাজনৈতিক অঙ্গনও অপেক্ষায় আছে তার গঠনমূলক নেতৃত্বপদ্ধতি, রাষ্ট্র-সংস্কারের ধারণা এবং বহুমাত্রিক উন্নয়ন ভিশন বাস্তবায়নের অপেক্ষায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ মাতৃভূমি থেকে যোজন যোজন দূরত্বে থেকেও দলীয় রাজনীতির পাশাপাশি এদেশের জন্য যে নতুন দিগন্তের ইঙ্গিত দিয়েছেন তা সত্যিই আলোচনার দাবিদার।

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১৭:৪৫