শেখ হাসিনার পতন হজম করতে পারছে না ভারত!
‘বঙ্গবন্ধুকন্যা কখনো পালায় না’- এমন উক্তি তিনি করেছেন বহুবার। কিন্তু, শেষ পর্যন্ত পালিয়েছেন। সবার দৃষ্টিতে এটাই বাস্তবতা। কিন্তু, তার দৃষ্টিতে এটি পালানো নাও হতে পারে। হতে পারে স্বদেশ প্রত্যাবর্তন! এভাবে তার সারাক্ষণ মিথ্যাচার দেশবাসীকে গিলতে হয়েছে দীঘর্সময়।বদহজম হলেও অতিকষ্টে সয়ে গেছেন সবাই। তবে, সবকিছু পেছনে ফেলে পালানোর মধ্য দিয়ে শেখ হাসিনা তার প্রয়াত পিতার দেখানো পথেই হেঁটেছেন। শাসন কাজেও অনুসরণ করেছেন পিতাকে। শেষ মূহূর্তেও স্বভাবজাত দম্ভ, অহমিকা ও ঔদ্ধত্য স্পষ্ট ছিল তার আচরণে।
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২০:৩৫