ভারত চাঁদে আমরা ফাঁদে
একটি রাষ্ট্রের নাগরিকদের উদ্দীপ্ত করতে `চন্দ্র বিজয়` খুব কার্যকরী একটা টেকনিক। কিন্তু, চন্দ্র জয়ের কিচ্ছা ঝাপসা করে দেয়া হচ্ছে অতিকথনে। তথ্য আংশিক প্রকাশ, আংশিক আড়ালের একটা বাতিকও রয়েছে। চাঁদে মানুষ পা রেখেছে আরো ৫৪ বছর আগে। চাঁদে যাওয়ার টেকনোলজি এখন ম্যাচিউর্ড স্টেইটে। এতে গোপনীয়তার কিছু নেই। বিশ্বের মাত্র চারটি দেশ থেকে চন্দ্রযান চাঁদের বুকে অবতরণ করেছে। যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ান, চীনের পর সর্বশেষ যুক্ত হলো ভারত। চাঁদে যাওয়া যত না টেকনিক্যাল তার থেকে অনেক বেশি ডিপ্লোমেটিক ও পলিটিক্যাল ইস্যু। যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ানের মধ্যে গত শতাব্দীর ষাটের দশকে যে স্পেইস রেইস শুরু হয় তার পেছনে বড় একটা ফ্যাক্টর ছিল ক্যাপিটালিজম এবং সোশ্যালিজমের মধ্যে প্রতিযোগিতা।
সোমবার, ২৮ আগস্ট ২০২৩, ১৪:৩৮