খালেদা জিয়া: এক মহিয়সীর মহাপ্রয়াণ
বিদায়, আপসহীনা বেগম খালেদা জিয়া, বাংলাদেশের কোটি কোটি জাতীয়তাবাদী, ভক্ত ও অনুসারীদের আদর্শস্থানীয়, অনুকরণীয়, অনুসরণীয় ও প্রেরণাদায়ী, যিনি তাঁর জীবন ও সংগ্রামের সমান বড়। সংগ্রামী স্যালুট জানাই তাঁর মহাপ্রয়াণের এই বিদায় লগ্নে। এ যে এক মহিয়সীর মহাপ্রয়াণ, যার মৃত্যুতে থমকে গেছে গোটা দেশ, স্তব্ধ সমগ্র জাতি, শোকাহত সারা দুনিয়ার বাঙালী। উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ারে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৬টায় বেগম জিয়া ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন (আমরা আল্লাহর এবং নিশ্চয় আল্লাহর কাছেই ফিরে যাব)।