• NEWS PORTAL

  • বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

মতামত

এডাল্ট হরতাল: বেতালে হাসিনা-মোদি-আসাদ-পুতিন

এডাল্ট হরতাল: বেতালে হাসিনা-মোদি-আসাদ-পুতিন

সত্য-মিথ্যা নিস্পত্তির অবস্থা নেই। শেখ হাসিনা আসলে ১৮ জানুয়ারি থেকে হরতাল ডাকার নির্দেশ দিয়েছেন কি  না? তার দল বা পরিবার থেকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে, অডিওতে তার কণ্ঠ পরিষ্কার। ভাষা-শব্দের স্টাইলও তারই। স্যোশাল মিডিয়ায় এটি ব্যাপক প্রচার পেয়েছে। ১৮ জানুয়ারি আমলে নিলে তা হয় শুক্রবার দিবাগত রাত ১২টায়, শেষ হবে শেষ রাতে তাহাজ্জতের পর ফজরের ওয়াক্তে। এ ধরনের ১৮ প্লাস এডাল্ট, অদৃশ্য বা ভৌতিক হরতাল কে মানলো, আর কে মানলো না তাতে তার কিছু যায় আসে না। যদিও কখনো বিরোধীদলে গেলেও হরতাল ডাকবেন না বলে একটা ঘোষণা ছিল তার। তিনি তো বিরোধী দলে নন। সরকারেই আছেন। তিনিই প্রধানমন্ত্রী। চট করে চলে আসবেন যে কোনো সময়। যেমন বাশার আল আসাদেরও পদত্যাগপত্রে স্বাক্ষরের কোনো কাগজ আজতক কেউ দেখাতে পারেনি।

শেখ সিনেমা ৫৭৪ কোটি টাকা: বগলে নয়া ফাইল 
শেখ সিনেমা ৫৭৪ কোটি টাকা: বগলে নয়া ফাইল 

জিন্দা মেরে ফেলা হয়েছে ঢাকাই সিনেমার আঁতুড়ঘর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন-বিএফডিসিকে। কিছুটা জ্যান্ত রেখেও হরিলুট চালানোর অবস্থাও প্রায় শেষ। তবে, আশা না ছাড়ার লোকও আছেন। আশাবাদী বলিই নানা জায়গায় ঘুরছেন ফাইল বগলে নিয়ে। সরকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এফডিসি একসময় লাভজনক ছিল। ক্রমে প্রতিষ্ঠানকে রোগী বানিয়ে নিজেরা টাকা হাতানোর মোকাম বানিয়েছেন এফডিসিকে। ঠিক মতো বেতন-ভাতা দেয়ার অবস্থাও রাখা হয়নি। এক তথ্য বলছে, এফডিসিতে প্রতি মাসে বেতন-ভাতা পরিশোধে ব্যয় এক কোটি টাকার মতো। বিদ্যুৎ, পানি ও অন্যান্য খাতে ব্যয় ৫-৬ লাখ টাকা। ওইসব বিল বেশিরভাগ সময়ই বাকিই ফেলে রাখা হয়। 

শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১২:০৬

হিন্দুদের জন্য বাংলাদেশ একটা স্বর্গীয় আবাসভুমি
হিন্দুদের জন্য বাংলাদেশ একটা স্বর্গীয় আবাসভুমি

আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমি লক্ষ্য করেছি যে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে হিন্দুরাই এগিয়ে। যদি চুল কাটার সেলুনের কথাই বলি তাও হিন্দুদের দোকানেই মানুষ বেশি চুল কাটে।   যদি ক্ষুদ্র ব্যাবসা যেমন দোকানের কথা বলি তাও হিন্দুরাই বেশি ব্যবসা সফল। এটা আমার জীবন থেকে দেখেছি। যে কোন হিন্দুদের বিপদ দেখলে মুসলিম ভাইয়েরাই আগে এগিয়ে আসে। আমাদের বাড়িতে সাপ বের হতো। মুসলিম প্রতিবেশি ভাইয়েরাই এসে সাপ মেরে দিত। হিন্দুদের জন্য বাংলাদেশ একটা স্বর্গীয় আবাসভুমি। আমি যত হিন্দু দেখেছি  তারা সবাই বাংলাদেশকে  ভালোবাসে এবং বাংলাদেশ নিয়ে গর্ব করে।

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫

দায় ফ্যাসিস্টের ঘাড় অন্তর্বর্তীর 
দায় ফ্যাসিস্টের ঘাড় অন্তর্বর্তীর 

ওনার মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘কোনো চাওয়া-পাওয়া’ ছিল না! বাংলার মানুষের মুখে ‘হাসি ফোটানোই’ ছিল তার একমাত্র চাওয়া। তিনি ক্ষমতা চান না, ক্ষমতার কোনো আকাঙ্ক্ষা নেই- এ কথাও শুনিয়েছেন শত শত বার। বাস্তবটা একদম তার বিপরীত। তিনি আসলে ক্ষমতাই চেয়েছেন। তাও এবসলিউট ক্ষমতা। তা অর্থে-বিত্তেও। রাষ্ট্রীয় অর্থ আত্মসাত ও পাচার বিষয়ক কমিটি শ্বেতপত্র কমিটি এর কিছু তথ্য উদ্ধার করেছে। সেখানে গত ১৫ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপির ৭ লাখ কোটি টাকার বেশি ব্যয়ের ৪০ শতাংশ অর্থই আমলাদের লুটপাটের কথা আছে। 

শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪, ১১:১৮