ইমরানের মুখে যে কারণে ১৯৭১, বঙ্গবন্ধু আর আওয়ামী লীগ
পাকিস্তানে আবার ১৯৭১-এর মতো পরিস্থিতি তৈরি হয়েছে- এমন দাবি করে এর ভয়াবহ পরিণতি সম্পর্কে তিনি সবাইকে সতর্ক করে দেন৷ ইমরান মনে করেন, ১৯৭১ সালে নিরীহ বাঙালিদের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী যেরকম নৃশংসতা চালিয়েছিল, এখন ঠিক সেরকম নৃশংসতাই চালানো হচ্ছে তার দল তেহরিক-ই-ইনসাফ-এর নেতা-কর্মীদের বিরুদ্ধে৷ নয় মাসে ৩০ লাখেরও বেশি মানুষ হত্যা করা, লাখো নারীকে ধর্ষণ করার ঐতিহাসিক কলঙ্কের সঙ্গে ঠিক কোন কোন জায়গায় কতটা মিল রয়েছে তা অবশ্য ইমরান বলেননি৷ ভিডিও বার্তায় শুধু বলেছেন, পাকিস্তানকে আবার টুকরো করার ষড়যন্ত্র চলছে৷ তার মতে, তেহরিক-ই-ইনসাফের বিক্ষুব্ধ সমর্থকদের সরকারি ভবনে আগুন দেয়া, সেনা কর্মকর্তার ঘর জ্বালিয়ে দেয়ার মতো নিন্দনীয় ঘটনাও এ ষড়যন্ত্রের অংশ৷
মঙ্গলবার, ১৬ মে ২০২৩, ২০:০৮