• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

মতামত

বিএনপি: রাজনীতির হ্যামিলনের বাঁশিওয়ালা 
বিএনপি: রাজনীতির হ্যামিলনের বাঁশিওয়ালা 

জার্মানির ছোট্ট শহর হ্যামিলনের কথা সবার নিশ্চয়ই জানা। ইদুরের উৎপাত থেকে শহরটির মানুষকে মুক্তি দিতে যেখানে একজন বাঁশিওয়ালার আবির্ভাব ঘটেছিলো। যিনি তার বাঁশির মোহিনী শক্তিতে সকল ইদুর সাগরে ডুবিয়ে মেরেছিলেন। তার বাঁশির সুর এতোটাই যাদুকরী ছিলো। কখনো কখনো রাজনৈতিক দলকেও মানুষের সঙ্গে তুলনা করা যায়। কেননা রাজনৈতিক দল গণমানুষের মুখপাত্র। আর কোনো দল যখন গণমানুষকে এক সুতায় গেঁথে ফেলে, একই নীতি ও আদর্শে মোহমুগ্ধ করতে সক্ষম হয় তখন সে দলটি হয়ে ওঠে অনেক দেহের একটি প্রাণ। সে হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে রাজনীতির হ্যামিলনের বাঁশিওয়ালা বললে অত্যুক্তি হয় না।

সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪১

জুলাই বিপ্লবের অকুতোভয় অংশীজনের নাম ইউট্যাব 
জুলাই বিপ্লবের অকুতোভয় অংশীজনের নাম ইউট্যাব 

বাংলাদেশের আন্দোলন-সংগ্রামের সুতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। যুগে যুগে জাতিকে পথ দেখিয়েছে ঢাবি। দুর্যোগ-দুর্বিপাকে, ক্রান্তিকালে দেশের হাল ধরেছে। এখান থেকে গড়ে ওঠা কোনো আন্দোলন কখনো ব্যর্থ হয়নি। চব্বিশের গণবিপ্লব তার আরেকটি প্রকৃষ্ট উদাহরণ। বিশ্ববিদ্যালয়ের সবুজ আঙ্গিনায় যে বীজ উপ্ত হয়েছিলো চব্বিশের জুলাইয়ে, আগস্টের ৫ তারিখ তা এক ফুলে-ফলে সুশোভিত বৃক্ষে রূপ নেয়। দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়ে সেই বৃক্ষের বক্ষ থেকে ছুটে আসা নির্মল বাতাসে যেন বুক ভরে নিঃশ্বাস নেয় এদেশের মুক্তিকামী ছাত্র-জনতা।

মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ১৫:৪১

চব্বিশের গণ-অভ্যুত্থান: প্রাপ্তি প্রত্যাশা ও ইতিহাসের দায়
চব্বিশের গণ-অভ্যুত্থান: প্রাপ্তি প্রত্যাশা ও ইতিহাসের দায়

২০২৪ সালের ১ জুলাই একটি আপাতদৃষ্টিতে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন শুরু হয়েছিলো সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে। কিন্তু কেউ কি জানতো, এই সাধারণ দাবিই মাত্র দুই সপ্তাহের মধ্যে রূপ নেবে এক রক্তাক্ত গণ-অভ্যুত্থানে? যার পরিণতিতে বদলে যাবে দেশের ক্ষমতার চিত্রপট, আর দীর্ঘ ১৬ বছরের একক শাসককে বাধ্য করবে দেশ ছেড়ে পালাতে? হ্যাঁ, ১৫ জুলাই থেকে সেই আন্দোলনে নামল গুলি, ছিটল রক্ত, আর ঢাকঢোল ভেঙে উঠল জনতার স্বর: ‘গণতন্ত্র চাই!’ শেষ পর্যন্ত ৫ আগস্টে পতন হলো শেখ হাসিনা সরকারের—এক নজিরবিহীন, অনিবার্য পতন।

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১১:৪৬