দায়িত্ববোধের কারাগারে বন্দি পুরুষ, তবুও...
পুরুষ কাঁদে না, পুরুষের কাঁদতে নেই। যত যা কিছু হয়ে যাক, ভেতরে ঝড়-বৃষ্টি-সাইক্লোন-জ্বলোচ্ছ্বাস বয়ে গেলেও মুচকি হেসে বলতে হয়, ভালো আছি, দিব্যি আছি। না খেয়েও বলতে হয়, ভরপেট খেয়েছি। এই দেখো ঢেঁকুর তুলছি। আসলে কি জানেন তো, পুরুষ এমনই। তাদের অভিযোগ করার কোনো জায়গা নেই। কখনও ভাই, কখনও বাবা, কখনও স্বামী আবার কখনও বা বাড়ির কর্তা হয়ে নিজেই নিজের আমিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলেছে প্রতিনিয়ত।
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১৮:০৩