• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

মতামত

৮২ বছর ইবাদত করার সওয়াব জাহান্নাম থেকে মুক্তির এই রাতে
৮২ বছর ইবাদত করার সওয়াব জাহান্নাম থেকে মুক্তির এই রাতে

রাসুলে করিম (সা:) কোনো এক সময় সাহাবায়ে কেরামদের সামনে আগের যুগের বনি ইসরাঈলের আবেদদের ইবাদতের আলোচনা করছিলেন। বনি ইসরাঈলদের মধ্যে এমন অনেক আবেদ ছিলেন যারা শত শত মাস ইবাদতের মধ্যে অতিবাহিত করেছেন। তাদের হায়াত ছিল লম্বা। হাজার বছর হায়াত পেতেন তারা। হযরত নূহ (আ:) ৯৫০ বছর শুধু উম্মতকে দাওয়াত দিয়েছেন। হায়াত আরো বেশি ছিল। সাহাবায়ে কেরাম ওই আবেদদের কথা শুনে চিন্তিত হয়ে পড়লেন। আর এই উম্মতের হায়াত অত্যন্ত সংক্ষিপ্ত। নবী করিম (সা:) ফরমান: আমার উম্মতের হায়াত হবে ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। খুব কম সংখ্যক লোক এটি অতিক্রম করবে।

বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৪:৩২

অল্পের জন্য রক্ষা পেলো তামিম!
অল্পের জন্য রক্ষা পেলো তামিম!

বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল খেলার মাঠে আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। এই ক্রিকেটারের জন্য হেলিকপ্টার আনা হলেও তার শারিরীক অবস্থা দ্রুত অবনতি হওয়ায় নিকটস্থ কেপিজে ফজিলাতুন্নেছা বিশেষায়িত হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কার্ডিয়াক টিম তাকে দ্রুত চিকিৎসা দিয়ে পরবর্তীতে হার্টে ২টি রিং পরান। বর্ণনায় যেটি চিকিৎসক হিসাবে বুঝলাম, তামিম ইকিবাল ম্যাসিভ হার্ট এ্যাটাক বা Acute Coronary Syndrome এ আক্রান্ত হয়েছিলেন এবং তাকে যে চিকিৎসাটি প্রদান করা হয়েছে মেডিকেল পরিভাষায় তাকে বলা হয় প্রাইমারি পিসিআআই অর্থাৎ হার্ট এ্যাটাক আক্রান্ত রোগীকে দ্রুততম সময়ে বিশেষায়িত ক্যাথল্যাবে নিয়ে গিয়ে তাৎক্ষণিক এঞ্জিওগ্রাম করে কালপ্রিট ভ্যাসেল (দায়ী রক্তনালী) তে রিং বা স্টেন্ট পরিয়ে দেওয়া হয়। উন্নত বিশের এই চিকিৎসাটি এখন বাংলাদেশে অত্যন্ত সাফল্যের সাথে সম্পন্ন হচ্ছে। এই প্রাইমারী পিসিআইয়ের মাঝখানে তামিম ইকবালকে লম্বা সময় CPR (বুকে চাপ দিয়ে হার্টের কার্যকারিতা চালু করা) -সহ ডিসি শক দিয়ে তার বন্ধ হয়ে যাওয়া হার্টকে ফিরিয়ে আনা হয়েছে। একজন চিকিৎসক হিসাবে বলব – অল্পের জন্য রক্ষা পেলেন আন্তর্জাতিক খ্যাতিমান ক্রিকেট তারকা তামিম ইকবাল। তবে, তিনি এখনো সংকটমুক্ত নন।

বুধবার, ২৬ মার্চ ২০২৫, ২৩:১৯

তিস্তা ইকোসিস্টেম ভিত্তিক বহুমুখী প্রকল্প: বাংলাদেশের উন্নয়নে নতুন দিগন্ত
তিস্তা ইকোসিস্টেম ভিত্তিক বহুমুখী প্রকল্প: বাংলাদেশের উন্নয়নে নতুন দিগন্ত

বাংলাদেশের উন্নয়নের জন্য তিস্তা নদীকে কেন্দ্র করে একটি বহুমুখী প্রকল্প বাস্তবায়নের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন প্রতিরোধে ভূমিকা রাখবে বলে মনে করছে তিস্তা ফোরাম। তিস্তা প্রকল্পের মাধ্যমে আমাদের দেশের জনগণ, বিশেষ করে যারা দেশের মধ্যে এবং প্রবাসে কাজ করছেন তারা উপকৃত হতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে শুধু পানি সুরক্ষা নিশ্চিত না, বরং কৃষি, শিল্প, পরিবহন, ও বিদ্যুৎ খাতে নতুন সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবে বলে ধারণা সংগঠনটির।

বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১২:২৫

রমজান অর্থনীতির শিরায় রক্ত প্রবাহ
রমজান অর্থনীতির শিরায় রক্ত প্রবাহ

নানা অঘটন ও দুর্ভাবনার মাঝেও অর্থ সেক্টরে কিছুটা স্বস্তির ঢেউ। কিছুদিন আগেও বাজারে নিত্যপণ্যের দাম নিয়ে তুমুল আলোচনা চলছিল। রমজানে বাজার পরিস্থিতি কোন পর্যায়ে যেতে পারে, এ নিয়ে ঘুরছিল নানা শঙ্কা। তা অনেকটা কেটে গেছে। ভোজ্যতেল আর চাল ছাড়া বাজারে চলে আসে অনেকটা আয়ত্বে। একসময় পেঁয়াজের কেজি ২৫০—৩০০ টাকা ছিল, এখন ৪০—৪৫ টাকা কেজিতে পেঁয়াজ মিলছে। সবজির দামও হাতের নাগালে। বাজার এভাবে স্থিতিশীল থাকলে মধ্যবিত্ত শ্রেণি ফুসরত পাবে। গত ৬ মাসে সরকার দেশি—বিদেশি ৬২ হাজার কোটি টাকা ঋণ শোধ করেছে। দেশের রেমিট্যান্স প্রবাহ বেড়ে ১৮.৪৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা গতবছরের এই সময়ের তুলনায় ৪ বিলিয়ন বেশি। প্রথমবারের মতো ইউরোপীয় ৯টি দেশের ভিসা প্রসেসিং দিল্লির পরিবর্তে ঢাকায় চালু হয়েছে। দেশের রিজার্ভ বেড়ে হয়েছে ২ হাজার ১৪০ কোটি টাকা।

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১২:৪৫