স্বাধীনতা রক্ষায় লড়ছে ইউক্রেন!
ইউক্রেনের ভবিষ্যৎ, আমাদের সকলের ভবিষ্যৎ, সরাসরি আমাদের প্রতিরোধের শক্তির উপর নির্ভর করে । আমাদের প্রতিটি শহর, প্রতিটি গ্রামের বাসিন্দা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা আমাদের সমর্থন করছেন তাদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। ফলাফল অনেক দূর মনে হওয়া সত্ত্বেও কেউ হাল ছাড়েনি। কারণ অন্ধকারতম সময় সবসময় ভোরের আগে থাকে।
ছবি: আনাতোলি স্টেপানভ, রদ্রিগো আব্দ, মার্কো ডিজুরিকা, সিটিস ইউরচেঙ্কো, ভাদিম ঘিরদা, মার্কাস ইয়াম, গ্লেব গারানিচ।
সোমবার, ২৫ এপ্রিল ২০২২, ১৫:৫৮