অভ্যাসগত পরিবর্তনই হতে পারে নৈতিক পরিবর্তনের চাবিকাঠি
আমরা দেখতে পাই, বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় যে হারে মানুষ মারা যাচ্ছে, তা শুধু উদ্বেগজনকই নয় কেউ কেউ এই অবস্থাকে ক্যান্সারের চেয়েও ভয়াবহ ঘাতক ঘটনা হিসেবে অবিহিত করেছেন। বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে, প্রতি বছর সড়ক দুর্ঘটনায় কমবেশি ১০ হাজার মানুষের প্রাণহানি ঘটছে। এসব ঘটনায় পঙ্গুত্ববরণ করছে আরও চারগুণ বেশি মানুষ। আইন বা নিয়ম না মানার কারণে শুধু সড়ক দুর্ঘটনায় নয়, নিত্যদিন ঘটছে অজস্র অনিয়ম ও দুর্নীতি। সমাজের এই চিত্র ভয়ঙ্কর অস্বাভাবিকতায় রূপ নিয়েছে। মানুষের ভেতর সহমর্মিতা, ভালবাসা, সামাজিক মূল্যবোধ, নৈতিকতা, স্নেহ-শ্রদ্ধাবোধ কমে গেছে। আবার, বেড়ে গেছে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা। সহানুভুতির জায়গাগুলো দুর্বল হয়ে পড়েছে, অসহিষ্ণুতার মনোভাব প্রকট হয়ে উঠছে। ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে ভয়ঙ্কর মৃত্যুফাঁদে। আইনের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা না থাকা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থার সংকট এই পরিস্থিতিকে উস্কে দিচ্ছে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য দরকার সরকারের নিয়ন্ত্রক ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি এবং আইনের শাসন দ্রুত প্রতিষ্ঠা করা।
রবিবার, ১ ডিসেম্বর ২০২৪, ১৫:০৯