নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রযন্ত্রের প্রধান কাজ
নেতিবাচক চিন্তাধারা এবং এর চর্চা করা মানুষের দেখা মেলে অহরহ। পাবলিক ফিগাররা এ তালিকার শীর্ষে। রাজনীতিবিদ, তারকা, প্রশাসনিক কর্মকর্তা; এমনকি গণমাধ্যমকর্মীরাও রয়েছেন এই দলে। জনমানুষের প্রত্যক্ষ-পরোক্ষ চাহিদা পূরণ করা উপরোক্তদের প্রধান কাজ হলেও অনিয়ম-দুর্নীতির শেষ নেই। গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি যাদের দিয়ে তৈরি তারাই লিপ্ত হন অন্যায়-অপকর্মে, দেশ যায় রসাতলে। কিন্তু, চলমান পরিস্থিতি ইঙ্গিত দেয় অন্য কিছুর যা অত্যন্ত নেতিবাচক। আর এই সকল পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব রাষ্ট্রযন্ত্রের তথা গণতান্ত্রিক রাষ্ট্রের চার ভিত্তি আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ এবং গণমাধ্যমের।
সোমবার, ১০ মার্চ ২০২৫, ২০:৩৬