মারিওপুল দখল করতে পারেনি পুতিন, ধ্বংস করতে পেরেছে
যাই হোক, মারিওপুলকে দখল করতে গিয়ে এবার মাটির সংগে মিশিয়ে দিয়েছে রুশ বাহিনী। হসপিটাল, স্কুল, মসজিদ, গীর্জা কিছুই বাকী রাখেনি ধ্বংস করা থেকে। আর সংগে চেচনিয়ার ‘তথাকথিত মুসলিম’ রুশ দালাল ’রমজান’ বাহিনীও চালিয়েছে নারকীয় হত্যাকান্ড। ধর্ষন করেছে অসংখ্য নারী-শিশুকে।
মারিওপুল দখল করতে পারেনি পুতিন - তবে ধ্বংস করতে পেরেছে। এতো কিছুর পরও মারিওপুলের লোকজন এবং সেনারা এখনও অবধি আত্মসমর্পন করেনি। ধ্বংসস্তুপের মধ্যে একটি বড় স্টিলমিলের মধ্যে নিজেদের আবদ্ধ করে রেখেছে তারা। তাদের আত্মসমর্পন করাতে বার্থ হয়েছে রুশ সেনারা।
মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২, ১৫:০৫