চাটুকারিতার অভ্যাস ভাঙতে সরল সত্য বয়ান
বৈষম্য বিরোধী আন্দোলনে অনেকে মাঠে কাজ করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, অনেকে সামাজিক মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, অনেক আন্ডার গ্রাউন্ডে মাস্টার স্ট্রোক খেলেছে। তাদের সবার চেষ্টার যোগফল একটি নতুন স্বাধীনতা, একটি নতুন বাংলাদেশ। নাম জানা এবং নাম না জানা সকলের চেষ্টাকে সন্মান করে এই নতুন বাংলাদেশ। ১৯৭১ সালেও যুদ্ধের ময়দানে অনেক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে, ইতিহাস যাদের নামটুকুও জানেনা। মুক্তিযুদ্ধ কেউ ভাতা পাওয়ার জন্য বা কোটা পাওয়ার জন্য করেনি। আজ যারা দ্বিতীয় মুক্তিযুদ্ধ করেছে জীবন দিয়েছে তারা প্রাপ্তির জন্য কিছু করেনি। সবার মাঝে চেতনা ছিল সৈরাচারকে উৎখাত করে বৈষম্য বিরোধী দেশ গড়া।
মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪, ২২:৪২