৫০ হাজার বৈধ অস্ত্র ব্যবহার হয় কোন কাজে?
মাঝেমধ্যে অঘটনের মাত্রা বেশি হয়ে গেলে বা ঘটনা মিডিয়ায় প্রচার হয়ে গেলে প্রশাসন বৈধ অস্ত্রের ব্যাপারে কয়েকদিন তোড়জোর চালায়। পরে সব ঠিক হয়ে যায়। মানুষও ভুলে যায় ওইসব ঘটনা। পুলিশের বিশেষ শাখা-এসবির তথ্যভান্ডার বলছে, দেশে বৈধ অস্ত্রের সংখ্যা ৫১ হাজারের কাছাকাছি। পিস্তল, রিভলবার, একনলা-দুনলা বন্দুক, শটগান, রাইফেল মিলিয়ে এগুলোর মধ্যে ৪৫ হাজার ২২৬টি বিভিন্ন ব্যক্তির হাতে। বাকিগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের নামে। ব্যক্তির কাছে থাকা অস্ত্রের মধ্যে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হাতে আছে সাড়ে ৭ হাজারের ওপরে। আর বিএনপির নেতা-কর্মীদের কাছে আড়াই হাজারের বেশি। জাতীয় পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের কাছে ৭৯টি।
মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩, ১৫:০৭