ছোট থেকেই উচ্ছৃঙ্খল জিতু বাপ-চাচাদের প্রভাবে বেপরোয়া ছিল
স্কুলে ক্লাস ফাঁকি দিয়ে সমবয়সীদের নিয়ে মাঠে, আশপাশের অলিগলিতে আড্ডা দেওয়া, উচ্চস্বরে গানবাজনা আর উচ্ছৃঙ্খলতায় মেতে থাকতো আশরাফুল ইসলাম জিতু। এলাকায় সমবয়সীদের কাছে অনেকটাই গুরুর মতো ছিল সে। তাইতো সবাই তাকে নাম দেয় জিতু দাদা। সাভারে শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার পর তার বিরুদ্ধে এসব অভিযোগ উঠে আসছে।
শুক্রবার, ১ জুলাই ২০২২, ২২:০৮