• NEWS PORTAL

  • শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

অপরাধ

ডিবি ও সিআইডি কর্মকর্তার দেড় কোটি টাকা ঘুষ লেনদেনের অভিযোগ সত্য

ডিবি ও সিআইডি কর্মকর্তার দেড় কোটি টাকা ঘুষ লেনদেনের অভিযোগ সত্য

‘১ কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই ৷ আপনাকে ব্যক্তিগতভাবে ১৪ লাখ দিছি না?` সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই টেলিফোন কথোপকথনের সত্যতা পাওয়া গেছে ৷ ঘুস লেনদেনের এই ঘটনা ঘটেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তা এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কর্মকর্তার মধ্যে ৷ ওই টেলিফোন আলাপচারিতায় ছিলেন বর্তমানে সিআইডির চাকরিচ্যুত উপপরিদর্শক (এসআই) আকসাদুদ জামানের স্ত্রী তাহমিনা ইয়াসমিন এবং ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কায়সার রিজভী কোরায়েশি ৷ প্রায় এক বছর তদন্ত করে এ ঘটনার সত্যতা পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷

আরাভের প্রলোভনে একমাত্র মেয়েকে হারিয়ে পাগলপ্রায় শ্বশুর
আরাভের প্রলোভনে একমাত্র মেয়েকে হারিয়ে পাগলপ্রায় শ্বশুর

এবার দুবাইয়ে স্বর্ণ ব্যবসায়ী আরাভের বিচার চাইলেন তার শ্বশুর আবুল কালাম। মেহেরপুর জেলার গাংনী উপজেলার গাঁড়াডোব পুকুরপাড়ার বাসিন্দা আবুল কালাম দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভের শ্বশুর। বললেন- আমরা তাকে আপন নামেই চিনতাম। জানতাম ঢাকায় আপন জুয়েলার্স এর মালিক সে। এলাকায় যখন আসতো দামী গাড়িতে চড়ে। তার চলাফেরা পোশাক ছিল খুবই বিলাসবহুল। হাতে, গলায় সব সময় ভারী স্বর্ণের শিকল চেইন ব্যবহার করতো। কিছুদিনের মাথায় শশুরবাড়ি বেড়াতে এসে আপন মামা শ্বশুরের ডিসকোভারী মোটরসাইকেল চুরী করে করে নিয়ে যায়। এর আগে বুঝার উপায় ছিলনা আরাব এতবড় সন্ত্রাসী ও খারাপ প্রকৃতির ছেলে। আরাব আমার মেয়েকে ফুসলিয়ে প্রলোভন দিয়ে বিয়ে করে শুধু মেয়েরই ক্ষতি করেনি, একমাত্র মেয়ে কেয়াকে নিয়ে আমাদেরও স্বপ্ন স্বাদ সব মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমি এই আরাভের বিচার চাই।

মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১৯:৪৫