মানিকছড়িতে পাবলিক টয়লেট পর্যন্তও দখল করেছে আ. লীগের পঞ্চপাণ্ডব
খাগড়াছড়ির মানিকছড়িতে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার পঞ্চপান্ডবের বিরুদ্ধে ব্যাপক দখলবাজির মাধ্যমে সম্পদের পাহাড় বানানোর অভিযোগ উঠেছে। তাদের দখলবাজি থেকে রেহাই পায়নি হিন্দু ও উপজাতী সম্প্রদায়ের লোকজনও। নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করে দখল করেছেন বাগান-বাগিচা ও জায়গা। দখল থেকে রেহাই পায়নি, বাজারের প্লট, পুকুর,স্কুল মাঠ,খাল এমন পাবলিক টয়লেট পর্যন্ত।
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৩