হজের ইহরাম করার নিয়মকানুন
ইসলাম ধর্মের মূল ভিত্ত বা স্তম্ভ পাঁচটি। তার মধ্যে হজ পালন হলো একটি। অর্থাৎ প্রত্যেক সামর্থ্যবান মানুষের ওপর বায়তুল্লাহর হজ করা ফরজ।এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। হজ পালনে মুসলিমদের শারীরিক পরিশ্রম, মানসিক পরিশ্রম,অর্থ ব্যয়, প্রচুর ধৈয্যের পরীক্ষা দিতে হয়। পবিত্র স্থান মক্কায় গিয়ে হজের ফরজ, ওয়াজিব এবং সুন্নতের সমন্বয়ে সঠিক নিয়মে এই ইবাদত করতে হয়।
শুক্রবার, ২৬ মে ২০২৩, ১০:২৮