প্রকাশিত হলো সিরাত গ্রন্থ ‘নবীজির প্রিয় ১০০’
প্রিয় নবীর প্রতি ভালোবাসাকে আরও গভীর করতে প্রকাশিত হয়েছে সিরাতভিত্তিক নতুন বই ‘নবীজির প্রিয় ১০০’।কুরআন, হাদিস, আধুনিক বিজ্ঞান ও ছয় শতাধিক রেফারেন্সের আলোকে লিখিত এ বইটিতে নবীজির প্রিয় খাদ্য, পোশাক, বাহন, পানি পানের পাত্র থেকে শুরু করে নবীজির প্রিয় সাহাবী, চাচা, স্ত্রী, নাতি-নাতনিসহ জীবনের নানা দিক এক মলাটে তুলে ধরা হয়েছে।
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩১