আসলেই কী আল্লাহ দূরের সত্তা, কুরআনের আলোকে জানালেন আহমদুল্লাহ
মহান আল্লাহ দূরের সত্তা নাকি কাছের সত্তা এ নিয়ে অনেক প্রশ্ন আছে। এসব উত্তর দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন শায়খ আহমদুল্লাহ। তিনি লিখেছেন, আল্লাহ খুব দূরের সত্তা, তাকে সহজে কাছে পাওয়া যায় না, এ রকম একটি ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। আসলেই কি আল্লাহ দূরের সত্তা? মহান আল্লাহ কুরআনে বলেছেন, আর আমি তার গলার ধমনী হতেও অধিক নিকটে (সূরা ক্বাফ ১৬)।
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩:৩৫