• NEWS PORTAL

  • বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

ধর্ম

বাংলাদেশে আসছেন পবিত্র ক্বাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ড. হাসান বিন আব্দুল হামীদ
বাংলাদেশে আসছেন পবিত্র ক্বাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ড. হাসান বিন আব্দুল হামীদ

আজমতে কোরআন ও শানে রিসালাত আন্তর্জাতিক মহাসম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ১৭ জানুয়ারি শুক্রবার বাদ জুমুআ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্তরে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্ৰধান মেহমান হিসেবে থাকছেন পবিত্র ক্বাবা শরীফের সাবেক ইমাম ও বর্তমান সিনিয়র মুহাদ্দিস শায়েখ ড. হাসান বিন আব্দুল হামীদ বুখারী। তিনি সৌদি আরবের সর্বোচ্চ ওলামা বোর্ড ও হারামাইন শারীফাইন পরিচালনা বোর্ডের সদস্য।

বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২০:৪০