কেমন হয় খ্রিস্টানদের রোজা?
পবিত্র রমজান মাসের প্রায় শেষ সময়। মুসলিমদের সিয়াম সাধনার মাস। এবার রমজান মাস চলাকালীন খ্রিস্টানদের তপস্যাকালও চলছে। অর্থাৎ, খ্রিস্টানদের রোজা। মুসলিমদের মতো খ্রিস্টান ধর্মাবলম্বীরাও উপবাস বা রোজা রেখে থাকেন। অনেকে হয়তো এই বিষয়ে অবগত নয়। আবার অনেকে জেনে থাকলেও খ্রিস্টানরা কতদিন উপবাস রাখে, কেন রাখে, উপবাস রাখার নিয়মই বা কি, মুসলিমদের রোজার সাথে খ্রিস্টানদের উপবাসের পার্থক্য কি এরকম হাজারো প্রশ্ন তাদের মনে ঘুরপাক খায়। চলুন জেনে নেওয়া যাক খ্রিস্টানদের উপবাস নিয়ে কিছু তথ্য।
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৮:৩০