তীব্র শীতের কষ্ট থেকে বাঁচার দোয়া
শীত—আল্লাহর সৃষ্টি করা ঋতুগুলোর একটি। কখনো তা হয় রহমত, আবার কখনো কঠিন পরীক্ষা হয়ে ওঠে। তীব্র শীতের কামড় যখন শরীর ভেদ করে, জীবনযাত্রা যখন দুর্বিষহ হয়ে ওঠে, তখন মুমিনের প্রথম অবলম্বন হয় তার রবের দিকে ফিরে যাওয়া। কারণ আসমান-জমিনের ঋতু, বৃষ্টি, বাতাস ও তাপমাত্রা—সবই আল্লাহর নিয়ন্ত্রণে। শীতের কাঁপুনি থেকে শুরু করে মহামারী ও অসুখ—কোনোটাই তার ইচ্ছা ছাড়া ঘটে না। আর তাই বিপদ এলে, কষ্ট এলে, তীব্র ঠান্ডার দিনগুলোতে আমরা আল্লাহর দরবারেই আশ্রয় চাই। দোয়া মুমিনের ঢাল—যা তাকে দুর্যোগ, রোগব্যাধি, বিপদ ও কষ্ট থেকে রক্ষা করে।
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১০:১২