সমান অধিকার নয়, ন্যায্য অধিকার নিশ্চিত করে ইসলাম
পৃথিবীর সৃষ্টি কয়েক লাখ বছর হলেও মানব সৃষ্টির ইতিহাস ১০-১১ হাজার বছরের। আল্লাহ মানব সৃষ্টির পর পুরুষ ও মহিলাকে আলাদা কিছু দায়িত্ব দিয়েছেন। কিছু আমল মহিলা-পুরুষ একসাথে সমানভাবে পারে। কিছু ক্ষেত্রে আল্লাহ পুরুষকে, আবার কিছু ক্ষেত্রে মহিলাকে প্রাধান্য দিয়েছেন। এভাবে দুনিয়ার শৃঙ্খলা বজায় রেখেছেন। মা হিসেবে নারীদের আলাদা মর্যাদা দিয়েছেন। মায়ের আনুগত্যের মধ্যে সন্তানের বেহেশত। তবে, জ্ঞান অর্জন নারী-পুরুষ উভয়ের জন্য ফরজ। সবার যদি সমান অধিকার হয় দুনিয়ায় শান্তি-শৃঙ্খলা থাকবে না। ইসলামে মহিলাদের ওপর পুরুষদের মর্যাদা দেওয়া হয়েছে। একারণে আগে মহিলা সৃষ্টি করেননি, আগে সৃষ্টি করেছেন পুরুষ। এভাবে যাতে জন্মগতভাবে পুরুষের কর্তৃত্ব মহিলাদের ওপর থাকে।
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫, ১৩:৫৭