পরিবারের সদস্যদের প্রতিপালনেও যেভাবে সওয়াব হয়
একটি ফার্সি গল্প আছে। এক ব্যক্তি প্রতিদিন একটি দোকান থেকে ছয়টা রুটি কিনে নিয়ে যায়। একদিন দোকানি কৌতুহল থেকে তাকে জিজ্ঞেস করেন—ভাই আপনি প্রতিদিন ছয়টা রুটিই নেন, এগুলো দিয়ে কী করেন? তিনি বলেন, `দুটো দিয়ে দেনা শোধ দিই, দু`টো ধার দিই, একটা ফেলে দিই, আরেকটি নিজে খাই।`
বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩, ১৬:২৯