সিম কার্ডের কোনা কাটা থাকে কেন?
সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। পুরো নামটা বললে চট করে বুঝে ওঠা মুশকিল। যদি বলা যায়, সিম কার্ড। সহজেই বোঝা যাবে। প্রত্যেকেই এখন মোবাইল ফোন ব্যবহার করেন। অনেকের কাছে আবার একাধিক ফোন। তবে এটি তখনই কাজের হয়ে উঠবে, যখন সক্রিয় সিম কার্ড থাকবে। যোগাযোগ ব্যবস্থার কারণে খুবই গুরুত্বপূর্ণ অংশ। সিম কার্ডের আকৃতি নিশ্চয়ই খেয়াল করেছেন। আচ্ছা, একটা কোনা কেন কাটা থাকে ভেবে দেখেছেন?
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১৭:৪২