পানির নিচেও ছবি তোলা যাবে এমন ফোন দেশের বাজারে
বাংলাদেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোন‘সি৭৫এক্স’আনল তরুণদের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। স্মার্টফোনটিতে রয়েছে আইপি৬৯, আইপি৬৮, আইপি৬৬ রেটিং সম্বলিত এবং মেলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স সার্টিফাইড; যেটি কি না পানি, ধুলো ও দুর্ঘটনাজনিত পতনেও ফোনকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১৭:৪৭