প্রকৃতির পুরো রূপ ঢেলে সাজানো রামগড় চা বাগান
পার্বত্য চট্টগ্রাম সাধারণত ভ্রমণের জন্য বিখ্যাত। গাছপালা, নদ-নদী, পাহাড়,সমুদ্র, লেক, ঝর্ণা আরো কত কি! সৃষ্টিকর্তা যেনো প্রকৃতির পুরো রূপ ঢেলে দিয়ে সাজিয়ে দিলো পার্বত্য চট্টগ্রামকে। তারমধ্যে খাগড়াছড়ি জেলা অন্যতম। যদিও খাগড়াছড়ি এককালে কার্পাস মহল নামে পরিচিত ছিল। পরে নদীর নামে এর নামকরণ করা হয় খাগড়াছড়ি। আর এই খাগড়াছড়িতে অবস্থিত আরেক সৌন্দর্য বর্ধনের জায়গা রামগড় চা বাগান।
সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩১