• NEWS PORTAL

  • সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

ভ্রমণ

প্রাচীন বাংলার রাজধানী পুন্ড্রনগরে একদিন
প্রাচীন বাংলার রাজধানী পুন্ড্রনগরে একদিন

ধ্বংস হওয়া রাজ্য, রাজপ্রাসাদ, ইতিহাস যা ঘিরে রেখেছে অপ্রতিরুদ্ধ এক প্রশস্ত দেয়াল । যে দেয়াল ভেদ করে ভেতরে প্রবেশ ছিল দুস্কর । দেয়ালের প্রশস্থ এতটাই যে এর উপর দিয়ে অনায়াসে দুই-তিনটা ঘোড়া একসাথে দৌড় দিতে পারতো । প্রশস্ত দেয়ালের কথা শুনে অনেকের মাথায় আসতে পারে চীনের নাম কিন্তু না এইটা চীন নয় । বলছি ইতিহাসের চাদরে মোরা প্রাচীন বাংলার রাজধানী `` পুন্ড্রনগরের `` কথা, বর্তমানে যার নাম মহাস্থানগড়। বিধস্ত নগরী বিলীন হলেও এর রয়েছে স্বর্ণালী ইতিহাস । ধ্বংসাবশেষগুলো দেখলেই বুঝা যায় এর সময়টা কতটা গৌরবময়, কতটা ক্ষমতাধর ছিল এর রাজা, আর কতটা বিত্তশালী ও আভিজাত্যে ভরপুর ছিল এই জনপদ । 

শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৩