• NEWS PORTAL

  • বুধবার, ৩১ মে ২০২৩

ভ্রমণ

একটি ডকুমেন্টারিতে বদলেছে পাথুরে গ্রামের হাজার মানুষের ভাগ্য
একটি ডকুমেন্টারিতে বদলেছে পাথুরে গ্রামের হাজার মানুষের ভাগ্য

শীতকালে প্রচণ্ড বাতাস বইছে। চীনের হ্যবেই প্রদেশের হানতান শহরের শে জেলায় ৪৬ বছর বয়সী ফটোগ্রাফার লু হাই তোং ঠাণ্ডা আহবাওয়া উপেক্ষা করে ক্যামেরা নিয়ে গাড়ি চালিয়ে বাড়ি থেকে বের হন। তিনি বলেন, চমত্কার আহবাওয়া তোমার জন্য অপেক্ষা করতে পারে না। তাই এক মিনিট এমকি এক সেকেন্ডও মিস করতে চাই না। দেখুন, সকালের আলোতে গ্রাম, সোপানযুক্ত ক্ষেত্র এবং রাস্তা, কত সুন্দর লাগে। শে জেলার ওয়াং চিন চুয়াং সোপানযুক্ত ক্ষেত্রে দাঁড়িয়ে লু হাই তোং শীতকালীন পাহাড়ি গ্রামের সুন্দর দৃশ্য ধারণ করতে ড্রোনের ক্যামেরা বোতামটি আলতো করে টিপেন।

রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩, ১৫:১০