২০২৬ সালে থার্ড টেম্পল নির্মাণ করার প্রচারণা চালাচ্ছে ইসরাইলিরা
আল-আকসা মসজিদকে কেন্দ্র করে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হুমকির বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি সরকার। আল-জাজিরার একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, তারা আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে পবিত্র এই স্থানটির সম্ভাব্য ধ্বংস বা অবমাননার যেকোনো প্রচেষ্টাকে গুরুত্বসহকারে দেখা হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরাইলি বসতি স্থাপনকারী কিছু সংগঠনের পক্ষ থেকে আল-আকসা মসজিদ ধ্বংসের আহ্বান ছড়িয়ে পড়ায় তারা গভীর উদ্বেগে রয়েছে।
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:১৩