মস্তিষ্ক তৈরি করতে বরফ নদীতে সাঁতার (ভিডিও)
সাইবেরিয়ান শহর ওমস্কে বরফ নদীতে-সাঁতার কেটে মৌসুমের প্রথম শীতকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। কয়েক ডজন স্থানীয়, যারা নিজেদেরকে `ওয়ালরাস` বলেন, তারা ইরটিশ নদীর তীরে জড়ো হয়ে একটি অপেশাদার প্রতিযোগিতায় অংশ নেন। নিজেদের সাহসী করার জন্য তারা কেবলমাত্র তিন ডিগ্রি সেলসিয়াস পানিতে সাঁতার কাটেন যেখানে বাতাসের তাপমাত্রা ছিলো শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৮