ইয়াবার টাকায় ঢাকায় নুরুলের পাঁচ বাড়ি, আছে দামী গাড়িও
রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের এই বিলাশবহুল বাড়িটির মালিক নুরুল ইসলাম। অভিযোগ রয়েছে ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রির টাকায় গড়া এই চাকচিক্যময় বাড়িটির মালিক মাত্র ১০ বছরে গড়েছেন আরও বেশ কয়েকটি বাড়ি, কিনেছেন প্লট ও দামী গাড়ি। অভাব অনটনে বেড়ে ওঠা নুরুল এখন চড়েন দামী ব্র্যান্ডের গাড়িতে। মালিক হয়েছেন প্রায় সাড়ে চারশ কোটি টাকার।
সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩, ২২:০০