আশরাফুলকে ২৬ টুকরো করে পাশের ঘরেই সম্পর্কে লিপ্ত হয় জরেজ-শামীমা!
রাজধানীতে ড্রামে ২৬ টুকরা লাশ নিয়ে আরও মর্মান্তিক তথ্য দিয়েছে র্যাব। ড্রামে থাকা লাশটি রংপুরের ব্যবসায়ী আশরাফুল হকের। তাকে হত্যা করে লাশ ২৬ খণ্ড করার আগে প্রচুর ইয়াবা সেবন করে তারই বন্ধু জরেজ। এরপর হিতাহিত জ্ঞানশূন্য হয়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে হত্যা করে। লাশ পাশের ঘরেই রেখে জরেজ ও প্রেমিকা শামিমা অন্য ঘরে রাত কাটায় এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হয় বলে জানা গেছে।
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১৪:৪৩