বঙ্গোপসাগরের বুকে সৌন্দযের্র লীলাভূমি ‘হেয়ার আইল্যান্ড’
প্রাকৃতিক অপরূপ সৌন্দযের্র লীলাভূমি ‘হেয়ার আইল্যান্ড’। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার এই দ্বীপের সৌন্দর্য যে কোন ভ্রমণপিপাসু, পর্যটকের নজর কাড়বে। সূর্যোদয়-সূর্যাস্ত, সবুজ বনায়ন, দীর্ঘ সমুদ্র সৈকত, অতিথি পাখির কোলাহলসহ নৈসর্গিক সৌন্দর্য্যে ভরপুর দ্বীপটি। পর্যটকরা বলছেন, পরিকল্পিত উন্নয়নে দক্ষিণাঞ্চলের পর্যটন শিল্পে `হেয়ার আইল্যান্ড` নতুন দিগন্তের সূচনা করতে পারে।
শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ১০:৪৩