• NEWS PORTAL

  • সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

ভ্রমণ

নিরীহ নিপাত সৌন্দর্যের শহর জেনেভা
নিরীহ নিপাত সৌন্দর্যের শহর জেনেভা

সকালবেলায় জেনেভা লেকের পারে কিছুক্ষণ হাঁটাহাঁটি, ফেরি করে লেক পার হওয়া, বোটানিক্যাল গার্ডেন পার হয়ে বিভিন্ন সব নামিদামি ঘড়ি এবং গাড়ির মূল ভবন কিংবা মিউজিয়াম দেখতে দেখতে আমাদের জেনেভা শহর দেখার সময়টি শেষ হয়ে যায়। এইটুকের মাঝেই প্রকৃতির খুব নিরীহ নিপাত সৌন্দর্য যেমন দেখলাম তার সাথে মিল রেখে প্রকৃতিকে একটুও বিরক্ত না করে মানুষ সৃষ্ট বিভিন্ন স্থাপনাও দেখলাম। যেকোনো শহরে হয় মানুষের সৃষ্টি বিভিন্ন জিনিসপত্রে ঠাসা থাকে অথবা প্রাকৃতিক সৌন্দর্য উপচে পড়ে। এই শহরটি অদ্ভুত ভাবে এই দুটির একটি সংমিশ্রণ। খুব চুপচাপ নিরীহ ধরনের টুরিস্ট যারা - একটু ঘুরবো... একটু হাটাহাটি করবো... একটু খাবো.. আবার একটু বসে থাকবো... তাদের জন্য এই শহরটি খুব সুন্দর একটি গন্তব্য। 

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১৪:৫৬

বিশ্বের সবচেয়ে ঘটনাবহুল শহর বার্লিনে
বিশ্বের সবচেয়ে ঘটনাবহুল শহর বার্লিনে

ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী জ্যাক ল্যাং বলেছিলেন, প্যারিস সব সময়ই প্যারিস, কিন্তু বার্লিন কখনোই বার্লিন না। এ কথা বলার কারণ বার্লিনের রূপ একেক সময় একেক রকম। সকালের বার্লিন আর রাতের বার্লিন কিংবা গ্রীষ্মের বার্লিন এবং শীতের বার্লিনের রূপ আলাদা।  বার্লিন একইসাথে রাজধানী এবং একটি প্রদেশ (সিটি স্টেট)। জার্মানিতে এই সিটি স্টেট আছে মোট তিনটা : ১. বার্লিন, ২. হামর্বুগ, ৩. ব্রেমেন।  জার্মানিতে বিশ্বরোডকে বলে অটোবান৷ এই অটোবানের বিশেষত্ব হলো এখানে গতির কোনো সীমারেখা নেই। যত জোরে ইচ্ছা চালাতে পারবেন। ইউরোপের অন্যান্য দেশ তো বটেই আমেরিকা, কানাডা থেকে অনেক মানুষ জার্মানি আসে শুধুমাত্র অটোবানে গাড়ি চালাতে। বিশাল চওড়া আর মোজাইক করা মেঝের মতো মসৃণ রাস্তা। আমাদের এনা পরিবহনের মামারা এই রাস্তা পেলে বিমানের সাথে পাল্লা দিতো৷ রাস্তার দুই পাশে মাঝে মাঝে ভুট্টার ক্ষেত, ছোট ছোট গ্রাম, ফাঁকা মাঠ অথবা উইন্ড মিল। 

রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৪