দ্বিগুন বেড়েছে সুন্দরবনে ভ্রমণ খরচ, ক্ষুব্ধ পর্যটকরা
ফেব্রুয়ারি থেকে সুন্দরবনে সব ধরনের রাজস্ব্ব বাড়িয়েছে সংশ্লিষ্ট মন্ত্রনালয়। এতে করমজল আর গভীরবন কটকা, কচিখালী, নীলকমল, হিরণ পয়েন্ট, নোটাবেকী, পুষ্পকাঠী, মান্দারবাড়িয়া, হলদেবুনিয়ারমত অভয়ারণ্যগুলোতে দেশি-বিদেশি পর্যটকদের প্রতিদিন ভ্রমণ ফি দ্বিগুন হয়েছে। সাথে রয়েছে ১৫ শতাংশ ভ্যাট। পর্যটকরা বলছেন, পর্যটন স্পটগুলোতে সুযোগ সুবিধা না বাড়িয়ে রাজস্ব বাড়ানো অযৌক্তিক।
শনিবার, ১২ মার্চ ২০২২, ১৯:০৭