• NEWS PORTAL

মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

ভ্রমণ

বাংলাদেশের শীর্ষ ১৫টি ঐতিহ্যবাহী স্থান
বাংলাদেশের শীর্ষ ১৫টি ঐতিহ্যবাহী স্থান

প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সাংস্কৃতিক প্রাচুর্য ও সমৃদ্ধ ইতিহাসের পরিণত মেলবন্ধনের মায়ায় কিংবদন্তিতে রূপ নেয় ঐতিহ্যবাহী স্থানগুলো। আক্ষরিক অর্থে না হলেও সুদূর অতীতকে অনুভব করার এক চমৎকার উপায় এই ঐতিহাসিক দর্শনীয় স্থানসমূহ। বাংলাদেশ তেমনি প্রাচীন বিস্ময়ে পরিপূর্ণ গর্বিত এক দেশ। নিছক পরিব্রাজক, ইতিহাস-ঐতিহ্যের পৃষ্ঠপোষক, নির্বিশেষে সবাইকে আকর্ষণ করে এই সংস্কৃতি ও ঐতিহ্যের আশ্রয়স্থলটি। তাই বাংলাদেশের ১৫টি বিশ্ব সেরা ঐতিহ্যবাহী স্থান নিয়ে করা আজকের আয়োজনটি যে কোনো ভ্রমণপিপাসুর ভ্রমণের রসদ যোগাবে।

বুধবার, ১২ জুলাই ২০২৩, ১৮:৩৪

‘আই লাভ রাঙ্গামাটি’ মুগ্ধ করবে পর্যটকদের
‘আই লাভ রাঙ্গামাটি’ মুগ্ধ করবে পর্যটকদের

এক দিকে পাহাড় অন্য দিকে বিশাল কাপ্তাই হ্রদের জলরাশি এ যেন সৃষ্টিকর্তার এক অপূরূপ মুগ্ধতা। রাঙ্গামাটির মুগ্ধতা ছড়ানো এই দৃষ্টি নন্দন দৃশ্য চোখে পড়বে রাঙ্গামাটির আসামবস্তী কাপ্তাই সড়কে। আগত দেশী বিদেশী পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে রাঙ্গামাটি আসামবস্তী সড়কে গড়ে তোলা হচ্ছে নতুন নতুন পর্যটন স্পট। এই সড়কের গড়ে উঠা বিভিন্ন পর্যটকের মাঝে আসামবস্তী কাপ্তাই সড়কের মাঝ পথে সড়কে পর্যটক প্রেমিকদের মুগ্ধ করবে আই লাভ রাঙ্গামাটি। এই সড়ক ও আই লাভ রাঙ্গামাটিতে ছবি তুলতে ছুটছে স্থানীয় ও দেশ বিদেশের শত শত পর্যটক। 

সোমবার, ১০ জুলাই ২০২৩, ২০:০৪