• NEWS PORTAL

  • বুধবার, ৩১ মে ২০২৩

৩ হাজার ৭০০ কোটি টাকার আইপিএল
৩ হাজার ৭০০ কোটি টাকার আইপিএল

আইপিএল-এ অনলাইন গেমিং অ্যাপে বেটিং হয়। হিসেব বলছে, আইপিএল-এর বিজ্ঞাপনের বড় অর্থ আসে বেটিং অ্যাপগুলি থেকে। ২০২৩ সালের পুরুষদের যে আইপিএল সোমবার শেষ হলো, তার ব্রডকাস্টের সত্ত্ব ছিল ভায়াকম ১৮ এর হাতে। এবছরের আইপিএল-এর পুরো সিজনের জন্য তাদের মোট আয়ের লক্ষ্য ছিল তিন হাজার ৭০০ কোটি টাকা। সূত্র জানাচ্ছে, এই আয়ের লক্ষ্য পূরণ করেছে ভায়াকম। উল্লেখ্য, পুরুষদেরআইপিএল-এ মোট ম্যাচের সংখ্যা ছিল ৭৪। নারীদের আইপিএল-এর মোট ম্যাচ ২০টি। এই পুরো ৯৪টি ম্যাচের জন্য চার হাজার কোটি টাকার কাছাকাছি আয়ের লক্ষ্যমাত্রা স্থির করেছিল ভায়াকম।

মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬:৪৪