‘আমি এই অশিক্ষিত মা-ই আমার ছেলেকে শিক্ষিত করেছি’
বন্ধু ঈদ মোবারক, ঈদ মোবারক। বুকে আয়। কত বছর পর দেখা হলো। ঠিক এভাবেই শুরু হলো সকালটা। বসন্তের হাওয়া কেবলই জানান দিল তোমরা প্রস্তুত তো! ভোরের আলো ছড়িয়ে গেলো, সোনালি আলো মাখিয়ে তোড়জোড় করে সবাই মায়া মাখানো কালো গাউন জড়িয়ে নিল, মূল ফটক থেকে আসিফ নাম ভেসে এলো.... মামা তোরা কি আমাকে রেখেই ছবি তুলে ফেললি!
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০০