ছিন্নমূল নিয়ামুলের বাড়ি ফেরার গল্প শুনলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
নিয়ামুলকে খুঁজে পাওয়ার গল্প শুনলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিদুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহী-সহ শিশুরা। শিশুদের প্রথম আন্তর্জাতিক নেটওয়ার্ক চাইল্ড মেসেজ বাংলা বিভাগের জনপ্রিয় আয়োজন `শুনো আমাদের কথা` আনুষ্ঠানে ধন্যবাদ জানানো হয় প্রতিবেদককে। জানানো হয়, শিগগিরই প্রতিবেদকসহ বাংলাভিশনকে সম্মাননা স্মারক পৌঁছে দিবে চাইল্ড ম্যাসেজ পরিবার।
শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩, ১৩:৪১