একজন উদ্ভাবনী উদ্যোক্তার কথা
একজন মানুষ তার চোখের আকারে নয় বরং তার স্বদৃষ্ট স্বপ্নের আকারে বড় হয়। আবেগ, অনুপ্রেরণা সেই সঙ্গে কাঙ্ক্ষিত স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার অদম্য ধারাবাহিকতা, একজন রিক্ত হস্ত মানুষকেও পৌঁছে দিতে পারে সফলতার চুড়ান্ত সীমানায়। যে সীমানায় বসে উপভোগ করা যায় পেছনে ফেলে আসা দুঃসহনীয় স্মৃতি। রোমন্থন করা যায় ক্লান্তিহীন জীবন সংগ্রামের সেই মুহর্তগুলো।
শনিবার, ১২ মার্চ ২০২২, ১৯:০৯