নিজেকে বদলে ফেলুন, জীবন কিন্তু একটাই...
নিজেকে নিয়ে, নিজের কর্মকে নিয়ে একবার নয় হাজার বার ভাবুন। আপনার মৃত্যুর পরে কেউ যেন আঙ্গুল তুলে বলতে না পারে আপনি এই আকাম করেছেন, এর ক্ষতি করেছেন, এর সাথে দুর্ব্যবহার করেছেন, এর টাকা মেরে দিয়েছেন ইত্যাতি ইত্যাদি।
বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩, ১৭:৫১