পাকিস্তানী ‘জাল দ্যি ব্যান্ড’ আসছে ঢাকায়, টিকিট মিলবে অনলাইনেই
সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, আবারো ঢাকার মঞ্চ কাঁপাতে বাংলাদেশে আসছে উপমহাদেশের অত্যন্ত জনপ্রিয় ‘জাল দ্যি ব্যান্ড’। বছরের সেরা জমজমাট ওপেন-এয়ার মিউজিক্যাল ইভেন্ট ‘সাউন্ড অব সোল’ শীর্ষক কনসার্টটি আগামী ২৮ নভেম্বর, ঢাকার ৩০০ ফিট সংলগ্ন ‘স্বদেশ এরিনা’ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এই কনসার্টে জালের সাথে মঞ্চ মাতাবে দেশের রক সঙ্গীতের অগ্রপথিক ‘ওয়ারফেইজ’ এবং বর্তমান প্রজন্মের জনপ্রিয় ব্যান্ড লেভেল ফাইভ।
শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৬:০১