চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনি অফিসে অগ্নিসংযোগভাংচুর: পাল্টাপাল্টি অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের উপ-নির্বাচনে সরকার দলীয় নৌকা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী আপেল প্রতীকের নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুরের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। রবিবার (২৯ জানুয়ারি) রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ১৫ নম্বর ওয়ার্ডের বালুবাগান ও ৩ নম্বর ওয়ার্ডের লাখরাজপাড়ার নৌকার নির্বাচনি অফিসে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুল ওদুদ।
সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩, ২০:৪৯