বিশ্বসেরা বিজ্ঞান গবেষকের তালিকায় ইউশা আরাফ
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগর ইউনিয়নের কেওতা ঘিগড়ার বাসিন্দা, বরিশাল জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী আবুল বাশার এর পুত্র এবং জাতিসংঘের ফেলো ইউশা আরাফ।
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৬