দেড় টাকার জন্য ক্লাস সিক্সে ভর্তি হতে পারেননি একুশে পদক পাওয়া জিয়াউল হক
জিয়াউল হক, যিনি চাপাইনবাবগঞ্জের হাজার মানুষের কাছে পরম নির্ভরতার ঠিকানা। নিজের হাতে দই বানিয়ে এরপর গ্রামের পর গ্রাম ঘুরে সেই দই বিক্রির টাকায় চলে তার সংসার। শুধু নিজের সংসারই নয়, জিয়াউল হকের দই বিক্রি করা টাকায় চলে অনেক মানুষের জীবন। কিন্তু এক সময় মাত্র দেড় টাকার অভাবে ক্লাস সিক্সে ভর্তি হতে পারেননি এই সমাজসেবক। এ বছর সমাজসেবায় একুশে পদক পেয়েছেন নিভৃতে কাজ করে যাওয়া মানুষটা।
বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৩