• NEWS PORTAL

  • শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

শহর-নগর

১০০টি রেস্তোরাঁর মধ্যে মাত্র চারটি মানসম্পন্ন!
১০০টি রেস্তোরাঁর মধ্যে মাত্র চারটি মানসম্পন্ন!

২০১৮ সালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ একটি উদ্যোগ নেয়৷ তারা হোটেলের মান অনুয়ায়ী হোটেলগুলোতে ফুড স্টিকার লাগানোর প্রক্রিয়া চালু করে৷ ভালো মানের হোটেলের জন্য সবুজ, যেগুলোতে সমস্যা আছে, কিন্তু একটু চেষ্টা করলে উন্নয়ন সম্ভব সেগুলোতে হলুদ এবং যেগুলো নিম্ন মানের সেগুলোতে লাল স্টিকার লাগানোর উদ্যোগ নেয়৷ ওই বছর প্রাথমিকভাবে ১০০টি হোটেল নিয়ে জরিপ করা হয়৷ সেখানে মাত্র চারটি হোটেল-রেস্তোরাঁ সবুজ স্টিকার পায়৷ ৪৫টি হলুদ এবং ৫১টিতে লাল স্টিকার লাগিয়ে দেয়া হয়৷ ছোট আকারে হলেও ঢাকার হোটেল-রেস্তোরাঁ নিয়ে এটাই ছিল প্রথম জরিপ৷ আর তাতে দেখা যায় শতকরা ৫১ ভাগ একদম হোটেলই নিম্নমানের৷ কিন্তু উদ্যোগ তেমন এগোয়নি৷ তারপরের চার বছরে সারা দেশে আর মাত্র ১৫০টি হোটেল রোস্তোরাঁয় তারা স্টিকার লাগাতে পেরেছেন তারা৷ তাতেও তাদের অভিজ্ঞতা খারাপ৷ ১০ ভাগও মানসম্পন্ন হোটেল পাওয়া যাচ্ছে না৷ বাংলাদেশে সরকারি হিসাবে বাংলাদেশে হোটেল-রেস্তোরাঁ মোট চার লাখ ৮১ হাজার৷ এটা ট্রেড লাইসেন্সের হিসাব ধরে৷ কিন্তু বাস্তবে এই সংখ্যা আরো অনেক বেশি৷ কারণ, দেশে প্রচুর অনুমোদনহীন ছোট ছোট হোটেল-রেস্তোরাঁ আছে৷

শনিবার, ১৮ মার্চ ২০২৩, ১৩:০৫

দেড়শ বছরের পুরানো হানাফিয়া মসজিদ পরিদর্শনে সৌদি রাষ্ট্রদূত
দেড়শ বছরের পুরানো হানাফিয়া মসজিদ পরিদর্শনে সৌদি রাষ্ট্রদূত

কেরানীগঞ্জের দোলেশ্বরে স্থাপত্য শৈলীতে  ইউনেস্কো  পুরস্কার প্রাপ্ত ও মদিনায় স্থাপত্য শিল্পের পুরস্কার বিজয়ী হানাফিয়া জামে মসজিদ পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত  সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসেফ বিন আল-দুহাইলিন। তিনি আজ বৃহস্পতিবার দুপুর ২টায় এই হানাফিয়া  জামে মসজিদ পরিদর্শনে আসেন। এ সময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে সৌদি রাষ্ট্র দুত দেড়শ বছরের পুরাতন এই হানাফিয়া জামি মসজিদের স্থাপত্য  শিল্পের বিভিন্ন দিক ঘুরে ঘুরে দেখেন। মসজিদটি পরিদর্শন শেষে মসজিদের স্থাপত্য  শিল্পের বিভিন্ন দিক দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩, ১৭:৫১