• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

শিল্প -সাহিত্য

সমাজ ক্রমশ অন্ধচিন্তায় আচ্ছন্ন হয়ে পড়ছে : কবিদের মত
সমাজ ক্রমশ অন্ধচিন্তায় আচ্ছন্ন হয়ে পড়ছে : কবিদের মত

কুমিল্লা কবি পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকালে তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন৷ আলোচনা সভা,মানবিক কবি উৎসব, দেশ বাংলা প্রকাশনার প্রধান উপদেষ্টা কবি শামিমরুমি টিটনের শুভ জন্মদিন হওয়ায় কেক কাটাহয়। কুমিল্লা কবি পরিষদ (সিইউকেপি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, নাট্যকর্মী এমডি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও কবি সাহিত্যিক খাজিনা খাজি এবং উম্মুল খায়েরে যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন  কবি ও শিশুসাহিত্যিক কবি আসলাম সানি, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, কবি ও সাংবাদিক রেজাউদ্দিন স্টালিন।

শনিবার, ১১ মে ২০২৪, ১৯:১৫