শিল্পে আত্মার শক্তি
মন, আত্মা যা কিনা অনুভূতির আতুরাশ্রম, সকল ইচ্ছে, আকাঙ্ক্ষা, লোভ, লালসার উৎপত্তি এই মন থেকেই। শুভ, অশুভকে ধারণ করে মানবের মাঝে এই মন। আকাঙ্খার উৎপত্তি ও তার বহিঃপ্রকাশ ঘটায় তার নিজস্ব গতিপথে।সেই হোমো সেপিয়েন্স থেকে আজ অব্দি নৃকুল তার নিজের গতিতে ছুটে চলে আসছে।
সোমবার, ৩ জুন ২০২৪, ২১:১২