স্রষ্টা, সময় আর মানুষের সম্পর্কের কাব্যগ্রন্থ ‘যখন কিছুই ছিল না’
‘যখন কিছুই ছিল না’ একটি কাব্যগ্রন্থ, স্রষ্টাকে খোঁজার ক্ষেত্রে অকপট এক আত্মকথন বইটি। কবি আহমেদ স্বপন মাহমুদের কবিতার এই বই নিয়ে আড্ডা হয়ে গেল রাজধানীর কাটাবনের কবিতা ক্যাফেতে। উজান প্রকাশনা থেকে প্রকাশিত এই কবিতার বই নিয়ে ভিন্নধর্মী এ আড্ডায় সূচণা বক্তব্য রাখেন প্রকাশক, সাংবাদিক ষড়ৈশ্বর্য্য মুহাম্মদ। সঞ্চালনা করেন সেঁজুতি জাহান জিনাত। অনুষ্ঠানে আলোচনা করেন কবি নাসির আহমেদ, কবি মাহবুব হাসান, কবি তুষার দাশ, কবি সৈয়দ তারিক, কবি মজিদ মাহমুদ, কবি তপন বাগচী, কবি আফরোজা সোমা, কবি আলতাফ শাহনেওয়াজ, কবি মামুনখান, কবি সামতান রহমান, কবি হাছান মাহমুদ, কবি শৈবাল নূর প্রমুখ।
আলোচকরা বলেন, এই কাব্যগ্রন্থ সুফিবাদ ও আধ্যাত্মবাদের নতুন স্বাদ যুগিয়েছে। প্রেম ও পরমের সম্পর্ক স্থাপনের কথা তুলে ধরা হয়েছে। কবি আহমেদ স্বপন মাহমুদ বলেন, তিনি কবিতাগুলো লেখার ক্ষেত্রে কোন হীনমন্যতায় ভোগেননি। কেন না, সুফিবাদ নিয়ে বই লিখতে গেলে অনেকেই দোটানায় ভোগেন।
বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩, ১৬:২৯