• NEWS PORTAL

বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

আর্কাইভস

হারানো শৈশব!

সময়ের আবর্তনে আজ বন্ধুরা সবাই ব্যস্ত, আবার অনেকে হারিয়ে গেছে। ব্যস্ততায় আর চায়ের কাপে, খেলার মাঠে জমে উঠে না আড্ডা। আবার কবে সবাই মিলে আড্ডা দিব সেটাও অনিশ্চিত। বন্ধুত্ব হলো চলমান একটি প্রক্রিয়া। জীবনের সব ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে থাকে। তবে আস্থা ও নির্ভরতার বন্ধুত্ব স্কুলজীবনের বন্ধুরাই। স্কুলজীবনের বন্ধুদের নিয়ে প্রাণখুলে হাসি-ঠাট্টা, স্কুল ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়া, গল্প, আড্ডা, খেলাধুলা আর বিভিন্ন তর্ক-বিতর্কসহ দুষ্টুমিতে কেটেছিল আমদের সেই সময়টা। সেই বন্ধুদের প্রতি বিশ্বাস, ভালোবাসা, স্নেহ এসব একসাথে পারস্পরিক আত্মার দৃঢ়তা শক্তিশালী বন্ধনে রূপ নিয়েছিল আমাদের বন্ধুত্বের সম্পর্ক। কিন্তু এ দীর্ঘ সময়ের মাঝে এ বন্ধুত্বে ভাঙা-গড়া চলতেই থাকে। সেভাবেই গড়ে উঠেছিল আমাদের বন্ধুত্ব। 

০৮:১২ পিএম, ৬ ডিসেম্বর ২০২৩ বুধবার