• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

পঞ্চগড়ে নৌকাডুবি, ২৪ জনের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৬:২২, ২৫ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৮:৪৯, ২৫ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
পঞ্চগড়ে নৌকাডুবি, ২৪ জনের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকাডুবিতে নারী ও শিশুসহ ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পঞ্জগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বাংলাভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়দেন সূত্রে জানা যায়, পঞ্চগড়ের করতোয়া নদীতে দুই শতাধিক যাত্রী নিয়ে একটি স্যালো ইঞ্জিনচালিত নৌকা নদী পার হচ্ছিল। নৌকার যাত্রীরা পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরে পূজা আর্চনায় যোগ দিতে যাচ্ছিলেন। সনাতন ধর্মালম্বীদের শুভ মহালয়া উপলক্ষে তারা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ারঘাট এলাকা দিয়ে নদী পার হচ্ছিলেন। নদীর মাঝখানে গিয়ে নৌকাডুবির এ ঘটনা ঘটে। এ সময় নৌকার সব যাত্রী ডুবে যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দেন সহযোগিতায় এ পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করেছে।

উদ্ধার হওয়া লাশের মধ্যে বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত জন এবং ঘটনাস্থলে ১৭ জনের লাশ রয়েছে। এখনও ৩০ জন নিখোঁজ রয়েছে। বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিউর রহমান রাজু হাসপাতালে সাত জনের লাশ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম জানান, ঘটনাস্থলে ১৭ জনের লাশ রয়েছে, বাকিদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এখনও উদ্ধার তৎপরতা চলছে।

বিভি/এনএ

মন্তব্য করুন: