• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

চুরি হয়ে যাচ্ছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের ঘরের দরজা-জানালাও

হারুন আনসারী, ফরিদপুর 

প্রকাশিত: ১৩:৩০, ১৮ মার্চ ২০২৪

আপডেট: ১৩:৩১, ১৮ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
চুরি হয়ে যাচ্ছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের ঘরের দরজা-জানালাও

ফরিদপুরের কামারখালীর রউফনগরে অযত্ন অবহেলায় ধ্বংসের পথে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের বসতভিটা। চুরি হয়ে যাচ্ছে তার ঘরের দরজা-জানালা। অন্যদিকে, বীরশ্রেষ্ঠের গ্রামে চলাচলের রাস্তা পাকা না হওয়ায় শুধু গ্রামবাসী নয়, আসা পর্যটকরাও পোহান চরম ভোগান্তি। 

মধুমতি নদীর তীরে ফরিদপুরের সালামতপুর গ্রামটি জাতির শ্রেষ্ঠ সন্তান মুন্সি আব্দুর রউফের নামে রউফনগর হিসেবে পরিচিত। দেশের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ ছুটে আসেন বীরশ্রেষ্ঠের স্মৃতিবিজড়িত বসতভিটা দেখতে। সরকার বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের নামে তার গ্রামে তৈরি করেছে একটি স্মৃতি জাদুঘর ও লাইব্রেরি। কিন্তু রউফনগরে চলাচলের রাস্তা কোনো উন্নতি হয়নি। 

সড়কের চেয়েও জরাজীর্ণ বীরশ্রেষ্ঠের বসতভিটা। পরিত্যক্ত ভবনের দরজা-জানালা চুরি হয়ে গেছে। পাকা রাস্তার সাথে খেলার মাঠ, বীরশ্রেষ্ঠর নামে প্রতিষ্ঠিত প্রাইমারি স্কুলটি সরকারিকরণ চান আব্দুর রউফের পরিবার।

নদী তীর সংরক্ষণের পর সড়কটির উন্নয়ন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের স্মৃতিবিজড়িত গ্রামের সড়কটির উন্নয়ন ও তার বসতভিটার সংস্কারে ব্যবস্থা নেয়ার দাবি ফরিদপুরবাসীর।

বিভি/রিসি

মন্তব্য করুন: